Advertisement
 
শনিবার, জানুয়ারী 24, 2026
সর্বশেষ গল্প
2 months ago

Ankush-Oindrila At Himachal Pradesh: তীব্র ঠান্ডায় উষ্ণতা ছড়াচ্ছেন অঙ্কুশ-হাজরা

বিনোদনের খবর Abhishek Mukherjee | Dec 29, 2020 03:48 PM IST
A+
A-

বরফের চাদরে মুড়ে রয়েছে সিমলা! তীব্র ঠান্ডায় উষ্ণতা বাড়ালেন অঙ্কুশ হাজরা-ঐন্দ্রিলা সেন। হিমাচলপ্রদেশের সোলান আবার কখনও সিমলা থেকে ছবি পোস্ট করছেন এই জুটি। ২০২১ সালে টলিউডের যে সমস্ত জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, সেই তালিকাতেই রয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! চলছে প্রবল তুষারপাত, এরমধ্যেই শীতে কাঁপতে কাঁপতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন এই সেলেব জুটি। হাড়কাঁপানো ঠান্ডায় দু'জনে ছুটি কাটাচ্ছেন একান্তে। ২৭ ডিসেম্বর হিমাচলের উদ্দেশে রওনা দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, তবে তাঁরা একা নন। কলকাতা বিমানবন্দর থেকে সেই ছবিও পোস্ট করেছিলেন অঙ্কুশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার কাছের বন্ধু উষশী বিশ্বাস এবং নয়ন রয়েছেন এই সিমলা ট্রিপে। হিমাচল প্রদেশের সোলানে পৌঁছে অভিনেত্রী ঐন্দ্রিলা একটি পোষ্যের সঙ্গে ছবি পোস্ট করেন। তীব্র ঠান্ডায় ভালবাসার উষ্ণতা পাহাড়ে ছড়িয়ে দিচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, ১০ বছরেরও বেশি সময় একসঙ্গে রয়েছে এই জুটি। রাজা চন্দের রোমান্টিক থ্রিলার 'ম্যাজিক' ছবিতে দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে।

RELATED VIDEOS