পশ্চিমবঙ্গের চারটি সহ সাতটি রাজ্যের ১৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ভোট নেওয়া হবে ১০ই জুলাই। ১৩ই জুলাই ভোটগণনা। বাকি যে ৬টি রাজ্যে ভোট গ্রহণ হবে সেগুলি হল বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখন্ড, পাঞ্জাব, হিমাচলপ্রদেশ। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিধানসভা উপ-নির্বাচন হবে। চারটির মধ্যে তিনটি কেন্দ্রই বিধায়কহীন হয়ে পড়েছে, কারণ ওই কেন্দ্রের বিধায়করা লোকসভা নির্বাচনে লড়াইয়ের আগে ইস্তফা দিয়েছিলেন। আর সাধন পাণ্ডের মৃত্যুর পর থেকে বিধায়কহীন হয়ে আছে মানিকতলা। এই চার কেন্দ্রের জন্য আজ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মোট ৫৫ কোম্পানি বাহিনীর মধ্যে ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে ভোটের কাজে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা থেকে জিতেছিল বিজেপি। পদ্মশিবিরের টিকিটে রায়গঞ্জ থেকে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণে জিতেছিলেন মুকুটমণি অধিকারী। বাগদায় জিতেছিলেন বিশ্বজিৎ রায়। তিনজনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। তৃণমূলের টিকিটে লড়াই করেন লোকসভা নির্বাচনে। স্বভাবতই তাঁদের বিধায়কপদ ছেড়ে দিতে হয়। সেজন্যই ওই বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন হবে।২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন তৃণমূল বিধায়ক সাধন পান্ডে। তারপর থেকে সেই কেন্দ্রে আর উপ-নির্বাচন হয়নি। তারইমধ্যে গণনায় কারচুপির অভিযোগে মামলা করেছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলা এখন খারিজ হয়ে গিয়েছে।