Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
সর্বশেষ গল্প
14 minutes ago
Live

Lok Sabha Elections Results 2024: প্রথম নির্বাচনের বলেই ছক্কা হাঁকিয়ে মান্ডির দখল নিলেন কঙ্গনা

খবর Aishwarya Purkait | Jun 04, 2024 04:04 PM IST
A+
A-
04 Jun, 16:04 (IST)

শেষমেশ মান্ডির দখল নিলেন বলিউড অভিনেত্রী তথা বিজেপির প্রার্থী কঙ্গনা রানাউত। ভোট গণনার শুরু থেকেই মান্ডির যুবরাজ বিক্রমাদিত্যকে পিছনে ফেলে এগিয়ে ছিলেন পদ্মপ্রার্থী। গণনা শেষে ৭২ হাজার ৮৮ ভোটে কংগ্রেসের বিক্রমাদিত্যকে হারিয়ে মান্ডির সাংসদ হলেন বলিউড 'কুইন'।

দেখুন... 

04 Jun, 11:00 (IST)

মান্ডির যুবরাজ বিক্রমাদিত্যকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেলেন মান্ডির মেয়ে কঙ্গনা। বিজেপির টিকিটে প্রথমবার ভোটে লড়ে সংসদ হওয়ার পথে অভিনেত্রী। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৩০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন পদ্মপ্রার্থী। জয়ের কামনায় বাড়িতেই প্রার্থনা শুরু করেছেন কঙ্গনা। ধূপ বাতি জানিয়ে ঈশ্বর আরাধনা করতে দেখা গেল নায়িকাকে।

দেখুন... 

04 Jun, 10:10 (IST)

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম ৩০ মিনিট পোস্টাল ব্যালট গণনা থেকেই হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এগিয়ে ছিল পদ্মপ্রার্থী কঙ্গনা রানাউত। বেলা ১০টা পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছেন অভিনেত্রী। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, ১৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন তিনি। অন্যদিকে কংগ্রেসের বিক্রমাদিত্য সিং অনেকটাই পিছিয়ে রয়েছেন।

 

এগিয়ে কঙ্গনা... 

চব্বিশের লোকসভা নির্বাচনে অন্যতম চর্চিত আসন হল হিমাচল প্রদেশের মান্ডি (Himachal Pradesh)। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর (Narendra Modi) বড় 'ভক্ত' হিসাবে পরিচয় দেওয়া বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut) ওই কেন্দ্র থেকে ভোটে দাঁড় করিয়েছিল বিজেপি (BJP)। চব্বিশের লোকসভা ভোট (Lok Sabha Elections 2024) দিয়েই রাজনীতির ময়দানে হাতেখড়ি করেছেন বলিউড 'কুইন'। কঙ্গনার বিরুদ্ধে কংগ্রেস দাঁড় করিয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে তথা মান্ডির যুবরাজ হিসেবে পরিচিত বিক্রমাদিত্য সিং (Vikramaditya Singh)-কে।

গত ২০১৪ ও ২০১৯ লোকসভা নির্বাচনে মান্ডিতে পদ্ম ছাপ ফেলেছিল। বিজেপির রাম স্বরূপ শর্মা দু বছরই মান্ডি আসন থেকে নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন। তবে তাঁর মৃত্যুর পর ২০২১ সালে উপনির্বাচন হলে ক্ষমতাচ্যুত হয় গেরুয়া শিবির। বিক্রমাদিত্য-র মা প্রতিভা সিং উপনির্বাচনে জিতলে মান্ডি দখলে নেয় কংগ্রেস (Congress)।

কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাউত। নির্বাচনে জিতে নিজের সংসদে যাওয়ার রাস্তা পরিষ্কার করতে কোমর বেঁধে লাগাতার প্রচার করে গিয়েছেন নায়িকা। ভোট প্রচারে বেরিয়ে নরেন্দ্র মোদীর প্রশংসায় সুর চড়াতে গিয়ে বারংবার বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাঁকে। প্রচারে বেঁফাস মন্তব্যের জেরে কঙ্গনাকে এখনও রাজনীতিতে 'নবিশ' বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি নির্বাচনে জিতলে অভিনয় ছেড়ে দেবেন, এমন মন্তব্যও করতে শোনা গিয়েছে অনুরাগ বসুর 'গ্যাংস্টার' সিনেমার মাধ্যমে বলিউডে পা দেওয়া অভিনেত্রীর কণ্ঠে।


Show Full Article Share Now