মান্ডি, ১৩ এপ্রিলঃ চব্বিশের লোকসভা ভোটের (Lok Sabha Elections 2024) হাত ধরে রাজনীতির ময়দানে পা রেখেছেন বলি অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কংগ্রেস শাসিত হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি (Mandi) লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে 'মণিকর্ণিকা'কে। ভোটপ্রচারে বেরিয়ে বারেবারে বিরোধীদের প্রতি মোদীর সুরেই আক্রমণ শানিয়েছেন অভিনেত্রী। শনিবার নিজের ভোটকেন্দ্রে আয়োজিত জনসভার মঞ্চ থেকে কংগ্রেসের একহাত নিলেন কঙ্গনা (Kangana Ranaut)। জনতার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে প্রার্থী বললেন, 'লুটপাট ছাড়া, কংগ্রেস এখানে আর কী করছে? তারা বলেছিল, এখানকার সব মা-বোনেদের ১,৫০০ টাকা দেবে, সেই টাকার কী হল? তারা বলেছিল, ৫ লাখ চাকরির সুযোগ করে দেবে, সেসব চাকরি কোথায় গেল? কেন তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলুব্ধ করছে? এমন রাজনীতি আর কতদিন চলবে?
দেখুন কী বললেন কঙ্গনা...
#WATCH | Mandi, Himachal Pradesh: BJP candidate from Mandi Kangana Ranaut says, " Other than looting, what else is Congress doing here?... today I want to ask them, they told that, they will give Rs 1,500 to all the sisters and mothers here, what happened to that money? They told… pic.twitter.com/MNi7NXFwRg
— ANI (@ANI) April 13, 2024
হিমাচল প্রদেশকে (Himachal Pradesh) কংগ্রেস (Congress) মুক্ত করার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। হিমাচলবাসীকে কংগ্রেসের কুনীতি থেকে মুক্তি দেওয়ার অঙ্গীকার গ্রহণ করে কঙ্গনা বললেন, 'আবার সময় এসেছে তাঁদের একগুচ্ছ মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার। কিন্তু তাঁদের মিথ্যের জালে আমারা পা দেবো না। মোদীজির নতুন ভারতের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে হবে আমাদের'।