২০২০, ভালো-মন্দ মিশিয়ে খেলার দুনিয়ায় ঘটেছে বেশ কিছু স্মরণীয় ঘটনা। একদিকে যেমন পিছিয়ে গিয়েছে অলিম্পিক, অন্যদিকে বায়ো বাবল তৈরি করে সম্পন্ন হয়েছে আইপিএল ২০২০। অন্যদিকে আমরা হারিয়েছে ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকে ২০২০-তে। মা হওয়ার পর কোর্টে ফিরেই হোবার্ট ওপেন জিতলেন সানিয়া মির্জা। সানিয়া মির্জা জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন মা হওয়ার পরে, ২৭ মাস পর ব়্যাকেট নিয়ে ফিরেছিলেন কোর্টে। ইউক্রেনের টেনিস তারকা নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল কাপের ফাইনালে জেতেন সানিয়া মির্জা। প্রতিপক্ষে থাকা চিনা জুটিতে ৬-৪ এবং ৬-৪ সেটে হারিয়ে জিতে নিয়েছেন ট্রফি, ২১ মিনিটেই খেলা শেষ করে চ্যাম্পিয়ন হন সানিয়া মির্জা। মহিলাদের টি-২০ বিশ্বকাপে রানার্স ভারত। ২৫ নভেম্বর, হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি ফুটবলার  দিয়েগো মারাদোনা। দীর্ঘ কয়েকদিন হাসপাতালে জীবন মরণ লড়াইয়ের পর ৬০ বছর বয়সে প্রয়াত ইতিহাসের স্রষ্টা দিয়েগো মারাদোনা। নিজের কেরিয়ারে মারাদোনা আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া এবং নিওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন।