India Beat Australia Photo Credit: Twitter@airnewsalerts

অধিনায়ক রোহিত শর্মার ঝোড়ো ইনিংস এবং আর্শদীপ সিং সহ বোলিং ব্রিগেডের চমৎকার বোলিং পারফরম্যান্সে সোমবার(২৪ জুন)আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে দিয়েছে ভারতীয় দল।  ব্যাটিং-বোলিং দুই  বিভাগের পারফরম্যান্সে টানা তৃতীয় জয় নিয়ে সেমিফাইনালে উঠেছে ম্যান ইন ব্লু।

সুপার এইটের তিনটি ম্যাচই জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারতএবং আগামী ২৭ জুন তাঁরা সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তবে ভারতের সেমিফাইনালের রাস্তা পরিস্কার থাকলেও  গ্রুপ ওয়ান দ্বিতীয় দল কে হবে তাঁর জন্য অপেক্ষা করতে হবে আফগানিস্তান ও বাংলাদেশ ম্যাচ শেষ হওয়া অবধি। পয়েন্ট তালিকা ও রানরেটের যা অবস্থা তাতে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশের এখনো শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে।

সোমবার সেন্ট লুসিয়ায় টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন অধিনায়ক মিচেল মার্শ।ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন রোহিত। এছাড়া সূর্যকুমার যাদব (৩১), শিবম দুবে (২৮) এবং হার্দিক পান্ডিয়াও (অপরাজিত ২৭) ভারতের হয়ে দরকারী ইনিংস খেলেন।

২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই ব্যর্থ হন ডেভিড ওয়ার্নার। আর্শদীপের বলে এই অভিজ্ঞ ওপেনার ফেরেন ৬ বলে ৬ রান করে। এরপর ঝোড়ো গতিতে রান তোলেন ট্রাভিস হেড ও মিচেল মার্শ। এ দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে ৬৫ রান তুলে অস্ট্রেলিয়া।মার্শকে ৩৭ রানে ফিরিয়ে রানের গতিতে লাগাম দেন কুলদীপ যাদব, এরপর ম্যাক্সওয়েল কেও ফেরান তিনি। এরপর এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন হেড। কিন্তু ৭৬ রানের মাথায় ট্রাভিস বুমরাহ-র বলে আউট হতেই অজিদের সেমির আশা হারিয়ে যায়।শেষদিকে টিম ডেভিড-প্যাট কামিন্সরা চেষ্টা করেছেন। তবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।

ভারতের হয়ে আরশদীপ ৩৭ রানে তিনটি উইকেট নেন এবং কুলদীপ যাদব ২৪ রানে দুটি উইকেট নেন। অক্ষর প্যাটেল (২১ রানে এক উইকেট) এবং জসপ্রীত বুমরাহ (২৯ রানে এক উইকেট)ও একটি করে উইকেট নেন। ম্যাচের সেরা হন অধিনায়ক রোহিত শর্মা।