Gold Medal of Tokyo and Paris Olympic Games. (Photo Credits: X)

টোকিও-র মত প্যারিস অলিম্পিকেও (Paris Olympics 2024) পুরুষদের ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জেতেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন ()। টানা দুটো অলিম্পিকেই সোনার পদক গলায় তুলেছেন মহাতারকা শাটলার ভিক্টর। অলিম্পিকের জোড়া স্বর্ণপদক জয়ী এই ড্যানিশ শাটলার সোশ্যাল মিডিয়ায় তাঁর জেতা দুটি গেমসের দুটি সোনার পদকের ভিডিয়ো শেয়ার করেছেন। টোকিও এবং প্যারিস- তিন বছরের ব্যবধানে হওয়া দুটি অলিম্পিক গেমসের স্বর্ণপদকের ফারাক স্পষ্টতই চোখে পড়ছে। টোকিও গেমসের সোনার পদকটা তুলনায় বেশ ভারী দেখাচ্ছে। সেখানে প্যারিস অলিম্পিক্সের স্বর্ণপদকটা তুলনায় বেশ হাল্কা দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছে স্বর্ণপদকে সোনা মনে হয় ডায়েটে আছে।

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে প্যারিস অলিম্পিকে জয়ীদের যে সোনার পদক দেওয়া হচ্ছে তাতে সোনার পরিমাণ নিয়ে আয়োজকদের কটাক্ষ করা হচ্ছে। দাবি করা হচ্ছে, প্যারিসে অলিম্পিকে জয়ীদের গলায় পরানো স্বর্ণ পদকে নাকি ১ শতাংশেররও কম সোনা আছে। যেটা টোকিও গেমসে স্বর্ণপদকে ছিল ১.৩৪ শতাংশ সোনা, ৯২.৫ শতাংশ ছিল রুপো, আর ৬.১৬ শতাংশ তামা। গত বেশ কয়েকটি অলিম্পিক্সেই এমনটা চলে আসছে। কিন্তু প্যারিসে নাকি স্বর্ণপদকে আসল সোনার পরিমাণ আরও কমে ১ শতাংশে নেমে এসেছে। তবে রুপোর পরিমাণ একই আছে (৯২.৫ শতাংশ) আর সোনা কমিয়ে স্বর্ণপদকে তামার পরিমাণ বাডা়নো হয়েছে।

দেখুন ভিডিয়ো

তবে অলিম্পিকে স্বর্ণপদকের এমন মহিমা তাতে কতটা সোনা থাকল সেই প্রশ্নটা কেউই করেন না। এই পদকটা গলায় পরার চেয়ে বিশ্বের কোনও ক্রীড়াবিদের আর কোনও বড় স্বপ্ন থাকে না।