রোহিত শর্মার বিস্ফোরণ। অধিনায়ক রোহিতের ৪১ বলে ৯২ রানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে সুপার এইটের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে বড় রানের ইনিংস গড়ল টিম ইন্ডিয়া। বিরাট কোহলি শূন্যা রানে আউট হলেও অধিনায়কের সুনামি ইনিংসে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে করল ২০৫ রান। সেমিফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়া-র ব্যাটারদের এবার অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের এদিন পিটিয়ে কার্যত ছাতু করেন রোহিত। ৮টা ওভার বাউন্ডারি, ৭টা বাউন্ডারি আসে রোহিতের ২২৪ স্ট্রাইক রেটের ৯২ রানের ইনিংসে। নিশ্চিত সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে ইনিংসের ১২তম ওভারে স্টার্কের বলে বোল্ড হন ভারত অধিনায়ক।
রোহিতের আউটের পর সূর্যকুমার যাদব (১৬ বলে ৩১), হার্দিক পান্ডিয়া (১৭ বলে ২৭) ভাল খেলে দলের রানকে দুশো পাড় করতে সাহায্য করেন। টিম ইন্ডিয়ার ইনিংসে মোট ১৫টা ওভার বাউন্ডারি মারা হয়। স্টার্ক-কামিন্সের মিলিত ৮ ওভারের স্পেলে ৯৩ রান নেন রোহিত-রা। স্টোয়নিস ৪ ওভারে দেন ৫৬ রান। তবে ভাল করেন অজি পেসার জোস হ্যাজেলউড। আরও পড়ুন-রোহিত, হার্দিকরা নেই, টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক ইনি, ব্রাত্য কেকেআর নেতা শ্রেয়স, বদলে যিনি
দেখুন খবরটি
India break plenty of their T20 World Cup records on their way to an imposing total 👊
🔗 https://t.co/etvj2zKuxs | #INDvAUS pic.twitter.com/PCmnV8deB5
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 24, 2024
৪ ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে হ্যাজেলউড শুরুতেই আউট করেন কোহলিকে। শিবম দুবে (২২ বলে ২৮ রান) ইনিংসের গতি আর একটিু বাড়াতে পারতেন। শুরুটা ভাল করেও রান পেলেন না পন্থ (১৪ বলে ১৫)।