Close
Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 21, 2025
সর্বশেষ গল্প
24 minutes ago

2021 Tata Safari SUV Launched in India: মাত্র ১৪ লাখ টাকায় দুর্দান্ত গাড়ি নিয়ে হাজির টাটা সাফারি

টেকনোলজি Sarmita Bhattacharjee | Feb 22, 2021 03:16 PM IST
A+
A-

টাটা মোটরস কারস অফিসিয়ালি ২০২১ সালে ভারতে লঞ্চ করল Safari SUV, গাড়িটির দাম শুরু হচ্ছে ১৪.৬৯ লাখ টাকা থেকে (শোরুমের বাইরে)। যেকোনও অথরাইজড ডিলারশিপ থেকে ৪ ফেব্রুয়ারি থেকে মিলছে এই নতুন সাব গাড়িটি। ২০২১ সাফারি গাড়িটি মিলবে XE, XM, XT, XT+, XZ এবং XZ+ -এই পাঁচ ধরণে। সাফারির অ্যাডভেঞ্চার এডিশনের গাড়িটি মিলছে ডিসটিঙ্কট মাইস্টিত গ্রিন শেডে। নতুন এই গাড়িটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে- ছাই (Daytona Grey), নীল (Royale Blue) এবং সাদা (Orcus White)। টাটার নতুন এই সাফারি সাভ স্পোর্টস গাড়িটি পাওয়া যাবে Kryotec 2.0 টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন, এতে রয়েছে 170 PS অফ পাওয়ার এবং 350 Nm অফ পিক টর্ক। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স এবং ৬-স্পিড এটি ট্রান্সমিশন রয়েছে গাড়ির ইঞ্জিনে। গাড়িটির ভিতরে রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট-সহ এইচডি রিজলিউশন ডিসপ্লে-সহ ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। SUV Sports-এ রয়েছে একটি সিগনেচার গ্রিলে, টার্ন ইন্ডিকেটর-সহ এলইডি ডিআরএলএস, ১৮ ইঞ্চি অ্যালয় হুইলস এবং শার্ক ফিন অ্যান্টেনা। টাটা সাফারির টপ-এন্ড মডেল অর্থাৎ  XZ+-র দাম শুরু হচ্ছে ১৯.৯৯ লাখ টাকা থেকে।

RELATED VIDEOS