নয়াদিল্লিঃ উৎসবের(Festival) আবহে খুশির খবর। নবাগতদের জন্য কর্মসংস্থানের বিরাট সুযোগ। গত ৩ অক্টোবর কেন্দ্রীয় সরকারের(Central Government) তরফে পিএম ইন্টার্নশিপ(PM Internship) চালু করা হয়। এ বার কেন্দ্রের এই স্কিমে সাড়া দিল রিলায়েন্স, আদানি, আম্বানি(Ambani),টাটা(Tata), উইপ্রো(Wipro), আইসিআইসিআই(ICICI), হিন্দুস্তান ইউনিলিভার গ্রুপের মতো সংস্থারা। জানা গিয়েছে, সেলস, মার্কেটিং সহ একাধিক বিভাগে নবাগতদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে। দেশের সেরা ৫০০ টি সংস্থা আগামী পাঁচ বছরে এই কর্ম সংস্থানের সুযোগ দেবে বলে খবর। মিনিস্ট্রি অব কর্পোরেট অ্যাফেরার্স পোর্টালের তথ্য অনুযায়ী ন্য়ূনতম মাধ্যমিক পাশ করলেই এই ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে। তবে স্নাতকোত্তর উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন না। আবেদনকারীর পারিবারিক আয় ৮ লক্ষের কম হতে হবে। ইন্টার্নদের ৫০০০ টাকা স্টাইপেন্ড দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।
কীভাবে আবেদন করবেন?
আবেদনকারীদের www.pminternship.mca.gov.in এই সাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে।
দেশজুড়ে নবাগতদের কাজের সুযোগ দেবে টাটা, আইটিসি, উইপ্রো
#Adani, #Mahindra, other top conglomerates sign up for PM Internship Schemehttps://t.co/2reLBpLcOE
— Hindustan Times (@htTweets) October 7, 2024