BJP Rally in Nandigram: 'ক্ষমতায় ফিরলে টাটাকে ফেরাবো', শুভেন্দু-দিলীপের নন্দীগ্রাম সভা থেকে বার্তা মুকুল রায়ের
শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষের নন্দীগ্রাম সভা (Picture Credits: ANI)

কলকাতা, ৮ জানুয়ারি: যে তৃণমূলের (TMC) সঙ্গে জড়িয়ে রয়েছে নন্দীগ্রামের (Nandigram) নাম। আজ পাশা উল্টে গেছে, সেই তৃণমূলকেই নন্দীগ্রামের সভায় ভর্ৎসনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ নন্দীগ্রামে যৌথ সভা করলেন শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। এদিন ফের 'ভাইপো হটাও' স্লোগান তোলেন শুভেন্দু অধিকারী। তৃণমূলকে আম্ফানের টাকা চোর বলেও উল্লেখ করেন।

সভায় মুকুল রায় বলেন, সিঙ্গুরের আন্দোলন ভুল হয়েছিল। বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর কাছে টাটাকে ফেরাতে আবেদন করবে। নেতাই নন্দীগ্রামের আন্দোলনের কৃতিত্ব শুধুমাত্র শুভেন্দুর। পাশাপাশি এও বলেন, টাটাকে তাড়িয়ে দেওয়ার ফলে নতুন কোনও কলকারখানা বাংলায় হয়নি। বিজেপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রীর কাছে টাটাকে ফেরাতে আবেদন করবে। টাটা ছেড়ে চলে যাওয়ার ফলে বাংলার যুব সম্প্রদায়।

আরও পড়ুন, তৃণমূল না বিজেপি! রাজনীতির দুনিয়ায় কোন পথে রুদ্রনীল ঘোষ?

আজ সভার আগেই যুযুধান দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে সরগরম হয়ে পড়ে নন্দীগ্রাম। এই বিষয়ে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু জানান, সভা চলাকালীন ঢিল মারা হয়েছিল। সিপিএম কোনওদিন তৃণমূলের কোনও সভায় ঢুকে ঢিল মারেনি, কোনওদিন দেখিনি,আমি থাকছি। এখানকার প্রতিটা মানুষ বাড়ি পৌঁছলে তবেই আমি বাড়ি যাব।

সভায় দিলীপ ঘোষ জানান, আমায় একজন ফোন করে বলল, "দাদা যোগ দিতে চাই, কিন্তু আমায় যেতে দেওয়া হচ্ছে না"। যাঁরা বিজেপিতে যোগদান করতে ইচ্ছুক, তাঁদের স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এখানে মানুষ ভাতা পাচ্ছে না। আয়ুষ্মান বিমা পাচ্ছেন না। শৌচালয়ের টাকা পাচ্ছে না। এখানে কেন্দ্রীয় সাহায্য পেতে গেলে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে, বার্তা দেন তিনি।