Cyrus Mistry (Photo Credit: Facebook)

মৃত্য়ুর পর এবার ভাইরাল হল সাইরাস মিস্ত্রির ছবি (Cyrus Mistry)। যেখানে টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকেে একটি ধাবায় বসে খাবার খেতে দেখা যায়। গাড়ি চালকের সঙ্গে ধাবায় বসে খেতে দেখা যায় সাইরাস মিস্ত্রিকে। দুর্ঘটনার আগে সাইরাস মিস্ত্রি এবং তাঁর গাড়ি চালককে ওই ধাবায় বসে খাবার খেতে দেখা যায়। সাইরাস মিস্ত্রির সেই শেষ ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

সাইরাস মিস্ত্রি যে একেবারে সাধারণ মানুষের মত করে জীবনযাপন করতেন, তা কার্যত স্পষ্ট। আর সেই কারণে বিমান না চড়ে প্রায়শই রোডট্রিপে বেরিয়ে পড়তেন সাইরাস মিস্ত্রি। সেই কারণে গাড়ি চালকের সঙ্গে ধাবায় বসে ডিনার সারতে দেখা যায় সাইরাস মিস্ত্রিকে।

আরও পড়ুন: Mamata Banerjee: '২০২৪-এ খেলা শুরু বাংলা থেকেই', বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়

টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেতেই, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়।