
দুনিয়ার জনপ্রিয়তম ইউটিউবার তথা কনটেন্ট ক্রিয়েটার মিস্টার বিস্টের বড় নজির। ২৭ বছরের মার্কিন ইউটিউবার জিমি ডোনাল্ডসন, যাকে গোটা দুনিয়া মিস্টার বিস্ট নামেই চেনে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ বিলিয়ন (শত কোটি) মার্কিন ডলার ছাড়িয়ে গেল। মিস্টার বিস্ট-ই দুনিয়ার প্রথম বিলিয়নিয়ার যিনি পরিবারের সম্পত্তি বা প্রভাব ছাড়াই ৩০ বছরের আগেই ধনবানের এই কঠিন মাইলস্টোন গড়লেন।দুনিয়ার বিলিয়নিয়ারদের তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ এখন 'মিস্টার বিস্ট'।
১৩ বছর বয়েসে প্রথম ভিডিয়ো বানিয়ে ইউটিউবে আপলোড করেছিলেন
2012 সালে জিমি ডোনাল্ডসন ১৩ বছর বয়সে 'মিস্টার বিস্ট ৬০০০' নামের চ্যানেল খুলে প্রথম ভিডিয়োটি আপলোড করেছিল। সেই ভিডিয়োটির নাম ছিল, 'Worst Mincraft Saw Trap Ever???'।
দেখুন খবরটি
YouTuber Jimmy Donaldson, also known as #MrBeast, has reportedly joined the ranks of billionaires, with Celebrity Net Worth estimating his net worth at $1 billion.
This makes the 27-year-old content creator the eighth youngest billionaire globally, and the only one under 30 who… pic.twitter.com/ce7Ns7WkCg
— The Times Of India (@timesofindia) May 23, 2025
মিস্টার বিস্টই দুনিয়ার এক নম্বর কনটেন্ট ক্রিয়েটার
মিস্টার বিস্টের ভিডিয়োটি গেমপ্লে কনটেন্টের ওপর তৈরি হয়েছিল। সেই শুরু। এরপর মিস্টার বিস্ট-এর ভিডিয়ো মাই ভিউয়ের ঝড়। মিস্টার বিস্টের একটা পাউরুটির টুকরোর জন্য প্যারিসের ওপর দিয়ে উড়ে যাওয়ার ভিডিয়োটি রেকর্ড ১.৫ বিলিয়ন ভিউ পেয়েছিল। কথায় বলে, মিস্টার বিস্টের দুনিয়া জোড়া জনপ্রিয়তা এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে, তাতে ইউটিউবেরই এখন তাঁকে বেশী দরকার। দুরন্ত সব কনটেন্ট তৈরির পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজকর্মেও 'মিস্টার বিস্ট'জড়িত রয়েছেন।