নয়াদিল্লি : আপনি যদি ইউটিউব শর্টস ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য বড় সুখবর। ব্যবহারকারীদের আরও ভালো সুবিধা দেওয়ার জন্য কোম্পানির পক্ষ থেকে নতুন নতুন ফিচার নিয়ে কাজ করা হচ্ছে। Tiktok, Snapchat এবং Instagram এর মতোই এখন YouTube Short-এ নতুন ফিচার দেখা যাবে, ইউটিউব শর্টস-এ ক্লিপ দেখা ছাড়াও এখন আলাদাভাবে নতুন ছোট ভিডিও তৈরি করা যাবে। আপনি একটি ভিডিও ক্লিপ দেখার সময় একটি নতুন ভিডিও তৈরি করতে পারবেন।
ফিচারটি বর্তমানে ইউটিউবের দ্বারা পরীক্ষা করা হচ্ছে। আপাতত অপ্ল কিছু iOS এবং Android ব্যবহারকারী এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন : OpeAI : আগামী সপ্তাহেই অ্যান্ড্রয়েডে আসছে চ্যাট জিপিটি
দেখুন টুইট
#Google-owned #YouTube has announced that it is testing a feature that enables mobile viewers to create Shorts featuring comments posted on videos they’re watching. pic.twitter.com/mjcOY7gMZy
— IANS (@ians_india) July 24, 2023