অ্যান্ড্রয়েডে এবার আসতে চলেছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ওপেন এআই (OpenAI)। আগামী সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সনে এই সফটওয়্যারটি পাওয়া যাবে বলে জানা গেছে। প্রাথমিকভাবে প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং পরে অন্যান্য দেশে অ্যান্ড্রয়েড ভার্সনে রিলিজ করবে এই সফটওয়্যারটি।
গুগল প্লে স্টোরে প্রি রেজিস্টার নামক অপশন আসলে রেজিস্টার করা যাবে এই সফটওয়্যারটি ব্যবহারের জন্য। চ্যাট জিপিটির মধ্যে "কাস্টমাইজড ইন্সট্রাকশন" থাকছে যার জেরে গ্রাহক এর সঙ্গে যা ইচ্ছা পছন্দমতো শেয়ার করতে পারবে।
নতুন কথাবার্তার ক্ষেত্রে গ্রাহক কাস্টমাইজড ইন্সট্রাকশন ডিলিটও করতে পারবে।গত মাসেই ওপেন এআই এর পক্ষ থেকে আইওএস এ চ্যাট জিপিটি সফটওয়্যারটি আপডেট করা হয়েছিল। এর পাশাপাশি নতুন আপডেটের মাধ্যমে হিস্ট্রি সার্চকেও উন্নত করেছে ওপেন এআই।
অ্যান্ড্রয়েড (Android) ভার্সনে চ্যাট জিপিটি আসলে একটা বড় অংশের মানুষ যুক্ত হতে পারবেন এই নতুন প্রযুক্তির সঙ্গে। চ্যাটজিপিটির প্রযুক্তির মাধ্যমে উপকৃত হবেন লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড উপভোক্তা। তবে এই অ্যাপ নেওয়ার ক্ষেত্রে কোন অর্থ দিতে হবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
#SamAltman-run #OpeAI announced it will finally launch its hugely-popular #AIChatbot called #ChatGPT for #Android users next week. pic.twitter.com/iMMh1OrfSI
— IANS (@ians_india) July 22, 2023