হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ (Photo Credits: WhatsApp/Twitter)

নতুন দিল্লি, ৮ নভেম্বর: হোয়াটসঅ্যাপ (WhatsApp) থেকেই এবার অর্ডার করা যাবে আপনার পছন্দের খাবারটি (Food)। কারণ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে (WhatsApp Business App) যোগ হয়েছে ক্যাটালগ ফিচার (Catalogs)। গতকাল বৃহস্পতিবার এই কথা ঘোষণা করে দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এরফলে ছোট ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাড়ানোর সুযোগ পাবেন বলে জানা গিয়েছে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ক্যাটালগের মাধ্যমে ছোট ব্যবসায়ীরা তাঁদের পণ্য প্রদর্শন করার সুযোগ পাবেন অ্যাপে থাকা মোবাইল (Mobile) স্টোরফ্রন্ট থেকে। এর মাধ্যমে সহজেই এক ক্লিকে হাতের মুঠোয় চলে আসবে গ্রাহকের চাহিদা অনুযায়ী সামগ্রী।

হোয়াটসঅ্যাপে আপনি যেমন চ্যাট (Chat) করে কথোপকথন চালিয়ে থাকেন আপনার পরিচিত ব্যক্তির সঙ্গে, তেমনভাবেই চ্যাট করতে করতে আপনি চাহিদা মত অর্ডার করতে পারবেন আপনার পছন্দের সামগ্রীটি। যে সামগ্রী চাইছেন, ক্যাটালগ থেকে সেই সামগ্রীর মালিক সংস্থার নামের উপর ক্লিক করে তাদের সংগ্রহে থাকা আপনার পছন্দের সামগ্রীটির নাম উল্লেখ করে চ্যাটের মাধ্যমে পাঠালেই আপনার কাছে চলে আসবে সেটি। আগে এই অ্যাপে এমন সুবিধে ছিল না। পণ্যের ছবি (Photo) পাঠাতে হত এবং বারবার তথ্য (Information) সরবরাহ করতে হত। এই প্রসঙ্গে এক বিবৃতি দিয়ে সংস্থার তরফে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় পণ্য সংস্থার মালিকদের সঙ্গে গ্রাহকদের লেনদেনের বিষয়টি আরও স্মার্ট দেখাবে। আরও পড়ুন: WhatsApp Groups: চাইলেই আর যে কেউ আপনাকে টানতে পারবে না হোয়াটসঅ্যাপ গ্রুপে, এল নতুন ফিচার্স

হোয়াটসঅ্যাপের তরফে আরও জানানো হয়েছে, অ্যান্ড্রয়েড এবং আইফোন উভয় ধরণের সিস্টেমের সেলফোনেই এই সুবিধা মিলবে। ভারতের (India) সঙ্গে সঙ্গে ক্যাটালগ বৈশিষ্ট্যটির সুবিধে পাবেন ব্রাজিল, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ।