X Down (Photo Credit Twitter)

নয়াদিল্লি: মাইক্রোব্লগিং সাইট এক্স (X), যা আগে টুইটার (Twitter) নামে পরিচিত ছিল। এটি গত সোমবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার ব্যবহারকারীর ব্যবহার করতে পারছেন না। ওই সব ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় টুইটার ব্যবহার করতে না পারার সমস্যার কথা ব্যাখ্যা করেছেন। এই সমস্যা নিয়ে ১৭,০০০ টিরও বেশি ব্যবহারকারী অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, টুইটার ডেস্কটপে অ্যাক্সেস করা যাচ্ছে না, এটি লগইন করার পর কোনও বার্তা দেখাচ্ছে না। আরও পড়ুন : Messenger Lite Removed: অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যে বন্ধ হচ্ছে মেসেঞ্জার লাইট

দেখুন টুইট 

JUST IN 🚨 X (Twitter) down for Desktop, PC users - reports pic.twitter.com/MxGTzcGfc4

— Insider Paper (@TheInsiderPaper) August 28, 2023