দিল্লি, ১১ নভেম্বর: ট্য়ুইটার (Twitter) হ্যান্ডেলে ব্লু টিক ধরে রাখতে গেলে প্রত্যেক মাসে এবার গাঁটের কড়ি খরচ করতে হবে। এলন মাস্কের হাতে ট্যুইটারের ক্ষমতা হস্তান্তরিত হওয়ার পর এমনই জানানো হয়। যদিও কবে থেকে ব্লু টিকের জন্য খরচ করতে হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এবার প্রকাশ্যে এল সেই খবর। জানা যাচ্ছ, ট্যুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট ধরে রাখতে হলে প্রত্যেক মাসে ৭১৯ টাকা করে খরচ করতে হবে। ভারতে যে কোনও ব্যক্তির ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক ধরে রাখতে হলে তাঁকে ৭১৯ টাকা করে খরচ করতে হবে।
রিপোর্টে প্রকাশ, ভারতে যাঁরা iOS ব্যবহারকারী, তাঁরা প্রত্যেক মাসে ৭১৯ টাকা করে খরচ করলে, ব্লু টিক পাবেন ট্যুইটারে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। যদিও অফিসিয়ালি এলন মাস্কের (Elon Musk) সংস্থার তরফে এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে কারও ভেরিফায়েড অ্যাকাউন্ট রাখতে হলে যে অর্থ খরচ করতে হবে প্রতি মাসে, তার তুলনায় বেশি গাঁটের কড়ি খরচ হবে ভারতীয়দের (India)।