Apple CEO Tim Cook and Donald Trump (Photo Credit: X)

নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) অ্যাপলের সিইও টিম কুককে (Apple CEO Tim Cook) ভারতে আইফোন  (iPhone) উৎপাদন বন্ধ করতে বলেছেন। ট্রাম্প ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলির মধ্যে একটি হিসাবেও বর্ণনা করেছেন, যার ফলে ভারতে পণ্য বিক্রি করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে কথা বলেছেন এবং ভারতে অ্যাপলের উৎপাদন বৃদ্ধি না করার জন্য তাঁকে অনুরোধ করেছেন। সূত্রে খবর, দোহায় এক ব্যবসায়িক অনুষ্ঠানে ট্রাম্প অ্যাপলের সিইওকে বলেন, ‘আমরা ভারতে আপনার উৎপাদন বৃদ্ধিতে আগ্রহী নই। তারা নিজেদের যত্ন নিতে পারে।'

আরও পড়ুন: Job Cut News: আবার চাকরি যাচ্ছে, বৃহত্তম সংস্থা অ্যামাজ়ন ছাঁটাই করছে বহু মানুষকে

অ্যাপল ভারতে ২০১৭ সাল থেকে আইফোন উৎপাদন শুরু করে। বর্তমানে, ফক্সকন, উইস্ট্রন এবং পেগাট্রনের মতো কোম্পানি তামিলনাড়ু, কর্নাটক এবং অন্যান্য রাজ্যে অ্যাপলের জন্য কারখানা পরিচালনা করে। গত ১২ মাসে (২০২৪-২৫) ভারতে প্রায় ২২ বিলিয়ন ডলার মূল্যের আইফোন উৎপাদিত হয়েছে, যা আগের বছরের তুলনায় ৬০% বৃদ্ধি পেয়েছে। ভারতের কোম্পানিগুলোতে আইফোন ১১ থেকে আইফোন ১৬ সিরিজ পর্যন্ত বিভিন্ন মডেল তৈরি হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলকে ভারতে উৎপাদন বন্ধ করে যুক্তরাষ্ট্রে ফিরতে বলেছেন। তবে, অ্যাপল এখনও ভারতে তার উৎপাদন বন্ধ বা কমানোর বিষয়ে কোনো ঘোষণা করেনি।