ফাইভ জি পরিষেবা চালু হওয়ার পর থেকে ভারতে ইন্টারনেট ব্যবহারের প্রবণতা আরও বাড়ছে। ভারত ক্রমশ ইন্টারনেট নির্ভর হয়ে উঠছে। এমনই তথ্য উঠে এল ওয়ার্ল্ড ইনডেক্সের সমীক্ষায়। পাশাপাশি ওয়ার্ল্ড ইনডেক্স প্রকাশ করল এমন এক তালিকা যা দিয়ে জানা গেল গত মাস, মার্চে ভারত থেকে কোন কোন ওয়েবসাইট সবচেয়ে বেশী ভিজিট করা হয়েছে । তালিকায় সবার আগে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। ফেসবুককে টেক্কা দিয়ে মার্চে ভারতে দ্বিতীয় সবচেয়ে বেশীবার ব্যবহার করা ওয়েবসাইট হল ইউ টিউব।
ফোনে ল্যান্ডিং পেজ ব্যবহারের সৌজন্যে হোয়াটসঅ্যাপকে টেক্কা দিয়ে এই ৬ নম্বরে আছে স্যামসং। প্রথম দশে আছে ইলন মাস্কের মাইক্রোব্লগিং সাইট টুইটারও। ফেসবুকের পিছনে চারে আছে ফোটো শেয়ারিং সোশ্যাল প্ল্য়াটফর্ম ইনস্টাগ্রাম। আরও পড়ুন-
প্রতিদিন GPay, PhonePe, Paytm ও Amazon Pay-এর মাধ্যমে কত টাকা করতে পারবেন লেনদেন, জানুন বিস্তারিত
দেখুন টুইট
🇮🇳Most Visited Websites in India in Mar 2023
1. google. com
2. youTube. com
3. facebook. com
4. Instagram. com
5. aajtak. in
6. samsung. com
7. whatsapp. com
8. cricbuzz. com
9. twitter. com
10. amazon. in
(SimilarWeb)
— World Index (@theworldindex) April 7, 2023
দেখুন মার্চে ভারতীয়রা সবচেয়ে বেশী যে সব ওয়েবসাইট বেশী ব্যবহার করেছেন--
১) গুগল, ২) ইউ টিউব, ৩) ফেসবুক, ৪) ইনস্টাগ্রাম ৫) আজতক, ৬) স্যামসং, ৭) হোয়াটসঅ্যাপ, ৮) ক্রিকবাজ, ৯) টুইটার, ১০) অ্যামাজন।