TCS (Photo Credit: Facebook)

TCS Layoffs 2025: চাকরির বাজারে বড় ধাক্কা। ইন্টেল (Intel) সহ বিশ্বের তাবড় তাবড় কোম্পানির পথে হেঁটে এবার কর্মী ছাঁটাইয়ের পথে টিসিএস। দুনিয়ার শীর্ষস্থানীয় তথ্য-প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)-এ বড় সংখ্যায় কর্মী ছাঁটাই করছে। বিশ্বব্যাপী তাদের ওয়ার্কফোর্সের ২ শতাংশ কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে টিসিএসের শীর্ষ ম্যানেজমেন্ট। সারা বছর ধরে ধাপে ধাপে বিশ্বের সব টিসিএস অফিসেই চলবে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে টিসিএসের প্রায় ১২ হাজার কর্মী কাজ হারাতে চলেছেন বলে আশঙ্কা। কোম্পানির উচ্চস্তর ও মধ্যস্তরের কর্মীদের মধ্যে থেকেই ছাঁটাই চলবে বলে জানা গিয়েছে। TCS তাদের অটোমেশন টুলগুলোর মাধ্যমে যাচাই করে দেখেছে তাদের কর্মী সংখ্যা কমানোর প্রয়োজন হয়েছে।

ছাঁটাই মূলত মধ্যম এবং উচ্চতর স্তরের কর্মীদের মধ্যে বছর খানেকের মধ্যে হবে

বিশ্বের অন্যতম বৃহত্তম টেকনোলজি এবং আউটসোর্সিং এই কোম্পানির অনুমান, এই কর্মী ছাঁটাইয়ের ফলে খরচের অপচয় কমবে আর কার্যক্ষমতা বাড়া সম্ভব হবে। TCS-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি, তারা নতুন দক্ষতা অর্জনের দিকে আরও বেশি মনোযোগী হবে।

সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় ইন্টেল

কদিন আগেই তথ্য প্রযুক্তি সংস্থা ইন্টেল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের নেয়।  Intel তাদের মোট কর্মী সংখ্যার প্রায় ১৫ থেকে ২০ শতাংশ ছাঁটাই করতে চলেছে। মানে সেখানকার ১০ হাজার থেকে ২৫ হাজার কর্মীর কাজ হারানোর মুখে। এই ছাঁটাই প্রক্রিয়ায় চলতি মাস থেকে এবং বছরের শেষ নাগাদ বা ২০২৬ সালের গোড়ায় শেষ হতে পারে। এই পদক্ষেপের ফলে ইন্টেলের কর্মী সংখ্যা ৭৫,০০০-এ নেমে আসবে বলে জানা গিয়েছে।

TCS-এ ছাঁটাই

৫০টিরও বেশি দেশে কাজ করে টিসিএস

টিসিএস এবার অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI), মেশিন লার্নিং (ML), ব্লকচেইন, ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে বেশি নজর দিচ্ছে। TCS বিশ্ববিখ্যাত আইটি সেবা প্রদানকারী কোম্পানি, যা বিশ্বব্যাপী লক্ষাধিক কর্মী নিয়োগ করে এবং ৫০টিরও বেশি দেশে তাদের কাজকর্ম চলে। টিসিএস টাটা গ্রুপের একটি আনুষঙ্গিক প্রতিষ্ঠান, এটি মূলত প্রযুক্তির সাহায্যে প্রতিষ্ঠানগুলির কার্যক্ষমতা ও লাভজনকতা বাড়ানোর দিকে কাজ করে, এবং এই কারণে TCS-কে একটি আইটি কনসালটেন্সি ও আউটসোর্সিং কোম্পানি বলা যায়।