(Photo Credits: Jio.com)

মুম্বই, ২০ অক্টোবর: এই মাসের শুরুর দিকে দীপাবলি ও দশেরা উপলক্ষ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) ৬৯৯ টাকায় ফোন নিয়ে এসেছিল। আজ সংস্থাটি নতুন ও বিকল্প রাস্তা দিচ্ছে এই ফোন কেনার। যেখানে গ্রাহকরা বিশেষ কাউকে এই ফোর জি স্মার্ট ফিচার ফোনটি উপহার দিতে পারবেন। যে কোনও একটি অফার বেছে নিয়ে আপনি কম দামে ফোন কিনতে পারবেন। এই দীপাবলীতে বিশেষ কাউকে জিও ফোন (JioPhone) উপহার দেওয়ার জন্য আপনাকে বিশেষ কিছুই করতে হবে না। আপনাকে রিলায়েন্স জিও-র ওয়েবসাইটে গিয়ে 'গিফ্ট নাও' অপশনে ক্লিক করতে হবে তারপর আপনার ফোন নম্বর ও আপনি যাকে উপহার দিতে চান তাঁর মোবাইল নম্বর দিতে হবে। এরপর আপনাকে একটি অফার বেছে নিতে হবে। এরপর উপহার ভাউচারটি পাঠাতে অনলাইনে টাকা মেটাতে হবে।

উপহারের ভাউচারটি ভারতের যে কোনও রিলায়েন্স জিও স্টোরে এই ভাউচারটি ভাঙিয়ে ফোন পেতে পারেন আপনার বিশেষ কেউ। আরও পড়ুন: Amazon Great Indian Festival Sale 2019: অপেক্ষা করছিলেন? দীপাবলিতে অ্যামাজন 'গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল '- তে কিনে নিন আপনার প্রয়োজনীয় জিনিসগুলি

দেখে নেওয়া যাক কী কী অফার রয়েছে:

  • প্রথম অফার: মোট মূল্য-৮০৮ টাকা (ফোনের দাম+ এক মাসের রিচার্জ + ১০ টাকা IUC চার্জ)
  • দ্বিতীয় অফার: মোট মূল্য-১০০৬ টাকা (ফোনের দাম+ তিন মাসের রিচার্জ + ১০ টাকা IUC চার্জ)
  • তৃতীয় অফার: মোট মূল্য-১৫০১ টাকা (ফোনের দাম+ আট মাসের রিচার্জ + ১০ টাকা IUC চার্জ)
  • চতুর্থ অফার: মোট মূল্য-১৯৯৬ টাকা (ফোনের দাম+ তেরো মাসের রিচার্জ + ১০ টাকা IUC চার্জ)