Reliance Jio: এয়ারটেল, ভোডাফোনকে ছাপিয়ে রিলায়েন্স জিও এখন দেশের বৃহত্তম টেলিকম অপারেটর সংস্থা
জিও (Photo Credits: Twitter)

মুম্বই, ১৭ জানুয়ারি: এয়ারটেল (Bharti Airtel ), ভোডাফোনকে (Vodafone) ছাপিয়ে মুকেশ আম্বানির (Mukesh Ambani) মালিকানাধীন রিলায়েন্স জিও (Reliance Jio) এখন দেশের সব চেয়ে বড় টেলিকম অপারেটর (Telecom Operator) সংস্থা। গ্রাহক সংখ্যার পাশাপাশি বাজারের অংশীদার হিসাবে ভারতের বৃহত্তম টেলিকম অপারেটর জিও। ট্রাই (TRAI)-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, নভেম্বরে ৫.৬ মিলিয়ন মোবাইল গ্রাহক জিও-র গ্রাহক হয়েছেন। জিও-র মোট গ্রাহক সংখ্যা বেড়ে হয়েছে টেলিকম খাতের ৩৬৯.৯৩ মিলিয়ন। আর মোট গ্রাহকের মধ্যে জিও-র গ্রাহকের পরিমাণ ৩২.০৪ শতাংশ। অন্যদিকে ভারতী এয়ারটেলও নভেম্বর মাসে তাদের গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। নভেম্বরে ১.৬৫ মিলিয়ন গ্রাহক এয়ারটেল বেছে নিয়েছেন। মোট গ্রাহক সংখ্যা হল ৩২৭.৩০ মিলিয়ন। দেশের টেলিকম বাজারের ২৮.৩৭ শতাংশ এয়ারটেলের দখলে রয়েছে। যদিও নভেম্বর মাসে দেশের বাজারে টেলিকম গ্রাহক সংখ্যা কমেছে ২৮.৮ মিলিয়ন।

উপরের দুই অপারেটর গ্রাহক সংখ্যায় লাভ করলেও ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা কমেছে। নভেম্বর মাসে তাদের গ্রাহক সংখ্যা কমেছে ৩৬.৪১ শতাংশ। সংস্থা বাজারের শেয়ারও হ্রাস পেয়েছে। এখন কেবলমাত্র ২৯.১২ শতাংশ গ্রাহক ভোডাফোন আইডিয়ায় রয়েছেন। তবুও গ্রাহক সংখ্যার নিরিখে তারা দেশীর বাজারে দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। আরও পড়ুন: Piyush Goyal: ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যামাজন ভারতের কোনও উপকার করছে না, বললেন পীযুষ গয়াল

এদিকে জিও এবং এয়ারটেল তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে পারলেও সামগ্রিকভাবে টেলিকম শিল্পে ধাক্কা অব্যাহত। অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে সব বিভাগের গ্রাহক ২.৪০ শতাংশ হারে কমেছে। দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা এখন ১.১৭ বিলিয়ন বলে জানিয়েছে ট্রাই।