নয়াদিল্লি: দেশে-বিদেশে শত্রু অনেক থাকলেও সোশ্যাল মিডিয়াতে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার তকমায় স্বমহিমায় বিরাজমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। জনশ্রুতি, প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া টিমটা এতটাই দক্ষ ও দূরদৃষ্টি সম্পন্ন যে বিরোধীরা মাঝেই মাঝেই ছন্নছাড়া হয়ে পড়ে। বুধবার সন্ধায় ভার্চুয়ালি ইউটিউব ফ্যানফেস্ট ইন্ডিয়া ২০২৩ (YouTube Fanfest India 2023)-এ বক্তব্য রাখতে গিয়ে যেন কিছুটা তারই ঝলক দেখালেন প্রধানমন্ত্রী।
বক্তব্য রাখতে গিয়ে নিজেকে একজন সাধারণ ইউটিউবার হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, "আজকে আপনাদের মতো একজন ইউটিউবার (YouTuber) হিসেবে সহ-ইউটিউবার হিসেবে বলতে চাই যে আমি ও আপনাদের মতো। গত ১৫ ধরে আমিও দেশ তথা বিশ্বের সঙ্গে একটি ইউটিউব চ্যানেলের (YouTube channel) মাধ্যমে যুক্ত রয়েছি। এক সঙ্গে আমরা আমাদের দেশের বিশাল জনগোষ্ঠীর (vast population) জীবনে পরিবর্তন (transformation ) আনতে পারি। " আরও পড়ুন: India GDP: সবচেয়ে দ্রুত বর্ধনশীল প্রধান অর্থনীতির দেশ হতে চলেছে ভারত, আর্থিক বছরের শেষে কত থাকবে জিডিপি
দেখুন ভিডিয়ো:
#WATCH | While addressing the YouTube Fanfest India 2023, Prime Minister Narendra Modi says, "Today I am extremely happy to be here among you as a fellow YouTuber. I am also just like you. Since 15 years, I have also been connected to the country and the world through a YouTube… pic.twitter.com/XD1HzrJKM9
— ANI (@ANI) September 27, 2023