Poco M2 Pro: ক্যামেরা থেকে প্রসেসর সবেতেই চমক! ১৩,৯৯৯ টাকায় দুর্দান্ত ফোন বাজারে
Poco M2 Pro Launched in India (Photo Credits: Poco India Official Twitter)

Poco M2 Pro স্মার্টফোন খুব শীঘ্রই আসতে চলেছে ভারতের বাজারে। ৫ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি, ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ দুর্দান্ত ফোনটি ঘিরে স্মার্টফোন-লাভরদের কাছে উত্তেজনা তুঙ্গে। ক্যামেরায় চমক তো রয়েছেই। পাশাপাশি নাইট মোডও রয়েছে ফোনটিতে। এতে ভিডিও কল এবং সেলফির সংজ্ঞাই বদলে যাবে। পোকো ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার 'সি মনমোহন' জানাচ্ছেন পোকো, চিনা স্মার্টফোন তৈরির সংস্থা হলেও পোকো এম২ প্রো ফোনটি পুরোপুরি ভারতে তৌরি এবং এক নম্বর কোয়ালিটির ফোন।

পোকো, চাইনিজ স্মার্টফোন সংস্থার Poco M21 Pro স্মার্টফোন লঞ্চ করল ভারতে । ১৪ জুলাই ঘড়ির কাঁটায় যখন দুপুর ঠিক ১২ টা বাজবে, ঠিক সেই সময় থেকেই ফ্লিপকার্টে শুরু হবে বিক্রি। 2400x1080 পিক্সেল-সহ 20:9 সিনেমাটিক অ্যাসপেক্ট রেসিও-সহ 6.67-inch FHD+ ট্রিপল কর্নিং গোরিলা গ্লাস ডিসপ্লে রয়েছে স্মার্টফোনটিতে।

আপনি কী ফটো লাভার? তাহলে সব ফোন ছুঁড়ে হাতে তুলে নিন Poco M21 Pro, কারণ ক্যামেরার ফিচার দেখলে আপনার মাথা ঘুরে যাবে। 48MP মেইন ক্যামেরা, 8MP আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 5MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেফথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলের জন্য স্পেশাল নাইট মোড-সহ স্মার্টফোনটির ফ্রন্টসাইডে 16MP স্ন্যাপার রয়েছে। যত ইচ্ছে কথা বলুন, চ্যাট করুন কারণ ফোনে রয়েছে 5,000mAh ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Adreno 618 GPU-সহ Qualcomm-র স্ন্যাপড্রাগন 765G রয়েছে ফোনটিতে। কালো, নীল, সবুজ- যেটা পছন্দের রং, সেই রঙেই বেছে নিন আপনার স্বপ্নের ফোন।

Poco M2 Pro Launched in India (Photo Credits: Poco India Twitter)

এখানেই শেষ নয়! আরও আছে- ৪ জিবি ব়্যাম+৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ,৬ জিবি ব়্যাম+৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৬ জিবি ব়্যাম+১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা এক্সপ্যান্ড করবে ৫১২ জিবি পর্যন্ত। ৪ জিবি ব়্যামের দাম ১৩,৯৯৯ টাকা, ব়্যামের পরিমাণ যত বাড়বে তত বাড়বে দাম-১৪,৯৯৯ এবং ১৬,৯৯৯ টাকাতেও মিলবে ফোনটি।