গত মাসে লঞ্চ হওয়ার পর এবার কাল থেকে ভারতে বিক্রি শুরু হচ্ছে OnePlus 8 5G স্মার্টফোন। কাল থেকে অনলাইনে বিক্রি শুরু হবে। আগামীকাল দুপুর ২ টোর সময় অ্যামাজনের (Amazon India) মাধ্যমে বিক্রি শুরু হবে। এসবিআই গ্রাহকরা এসবিআই ক্রেকিড কার্ডের মাধ্যমে লেনদেন করলে ২,০০০ টাকা ছাড় পাবেন। যদিও সংস্থাটি প্রি-বুক গ্রাহকদের জন্য ১ হাজার টাকা ছাড় দিচ্ছে। ইচ্ছুক গ্রাহকরা ১২ মাস বিনা ইএমআই-এ ফোনটি কিনতে পারবেন। জিও গ্রাহকদের জন্য ৬ হাজার টাকার জন্য বিশেষ সুবিধাও দিচ্ছে সংস্থাটি।
OnePlus 8 সিরিজের এই মোবাইল ফোনের দাম ৪১,৯৯৯ টাকা থেকে শুরু হবে। থাকবে ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ। ৮ জিবি+১২৮ জিবি স্টোরেজ ফোনের দাম ৪৪, ৯৯৯ টাকা। আর ১২ জিবি+২৫৬ জিবি স্টোরেজের মডেলটির দাম ৪৯,৯৯৯ টাকা। আরও পড়ুন: Jio Launches New Prepaid Plan: ৯৯৯ টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল জিও, পাওয়া যাবে প্রতিদিন ৩ জিবি ডেটা
OnePlus 8 ফোনে থাকছে ফ্লুইড অ্যামোলিড ডিসপ্লে। ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট থাকছেফাইভ জি কানেক্টিভিটি, ১২ জিবি র্যাম এবং অধিক স্টোরেজ। থাকছে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর Snapdragon 865 SoC । OnePlus 8- এর পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। রয়েছে ৩০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং ও আইপি ৬৮ ওয়াটার রেসিস্ট্যান্ট। এতে ৪৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে।