মোটরলা অফিসিয়ালি লঞ্চ করল Moto G9 পাওয়ার স্মার্টফোন। ১৫ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে স্মার্টফোনটির। Moto G9 পাওয়ার স্মার্টফোনের ফিচার- 1640x720 পিক্সেল রিজলিউশন-সহ ৬.৮ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে। স্মার্টফোনটি পাওয়ার্ড বাই Qualcomm Snapdragon 662 চিপসেট।
স্মার্টফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা মড্যিয়ুল- ৬৪ এমপি মেইন শ্যুটার, ২ এমপি ম্যাক্রো লেন্স এবং ২ এমপি ডেপথ সেন্সর। স্মার্টফোনটিতে সেলফি এবং ভিডিও কলের জন্য রয়েছে ১৬ এমপি ক্যামেরা। যত ইচ্ছে কথা বলুন, শেষ হবে না চার্জ কারণ এতে রয়েছে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট-সহ ৬ হাজার মেগাহার্ৎজ ব্যাটারি। স্মার্টফোনটিতে রয়েছে 4GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজ।
Moto G9 Power স্মার্টফোনের দাম ১১,৯৯৯ টাকা ধার্য হয়েছে। এই টাকাতেই আপনি পেয়ে যাবেন 4GB ব়্যাম + 128GB ইন্টারনাল স্টোরেজের ফিচার। 4G LTE, Wi-Fi 802.11 ac, Bluetooth v5.0, GPS/A-GPS, NFC, একটি USB Type-C port এবং 3.5mm হেডফোন জ্যাকের জায়গা রয়েছে এতে। কানেকটিভিটির ক্ষেত্রে একাধিক সুবিধা রয়েছে স্মার্টফোনটিতে।