IndiGo (Photo Credit: IANS/Twitter)

Microsoft Global Outage: মাইক্রোসফটের সার্ভারে সমস্যায় দুনিয়া যেন থমকে গেল। বিপত্তির ফলে বসে গিয়েছে মাইক্রোসফটের উইন্ডোজ (Microsoft Windows) অপারেটিং সিস্টেম। ইন্ডোজ চালালেই দেখা যাচ্ছে ব্লু স্ক্রিন এরব়। যাকে ব্ল্যাক স্ক্রিন এরর বা STOP কোডও বলা হয়ে থাকে। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম বসে যাওয়ায় আপাতত ইন্ডিগোর (IndiGo) ১৯২ বিমান বাতিল করা হয়েছে। ইন্ডিগোর বিমান যেমন বাতিল হচ্ছে, তেমনি নতুন করে বিমান বাতিল করা যাচ্ছে না, রিফান্ডও করা যাচ্ছে না বলে খবর। ইন্ডিগোর এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়, এই  মুহূর্তে বিমান রিবুক, রিফান্ড কিংবা বাতিল কোনওটাই কেউ করতে পারবেন না। সেই সঙ্গে যে ১৯২টি বিমান বাতিল করা হয়েছে, ইন্ডিগোর তরফে তার পুরো তালিকা প্রকাশ করা হয়।

টোকিও থেকে মুম্বই, ওয়াশিংটন থেকে ক্যালিফোর্নিয়ায় মাইক্রোসফটের বিপত্তির প্রভাবে বিমান-ট্রেন চলাচল বন্ধ, অফিসে কাজ বন্ধ। লন্ডনে বন্ধ করা দেওয়া হল স্টক এক্সচেঞ্জ। সরাসরি সম্প্রচার করা যাচ্ছে না স্কাই নিউজ সহ অনেক খবরের চ্যানেলের। মোটের ওপর মাইক্রোসফটের বিপত্তিতে সবচেয়ে বেশী প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, ব্যাঙ্ক, মিডিয়া সহ অন্তত পাঁচটি সেক্টর।