Microsoft (File Photo: IANS)

মেটার পর এবার আরও ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট। টেকনলোজি সংস্থায় এবার ছেঁটে ফেলা হচ্ছে অসংখ্য কর্মচারী। মূলত সংস্থার সাপ্লাই চেন, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,(AI), এবং ইন্টারনেট অফ থিঙ্কস(IOT)র সঙ্গে যুক্ত থাকা কর্মচারীদের ওপর পড়ছে এই প্রভাব।

সিআরএন এর মতে তৃতীয় বারের জন্য প্রায় ১০ হাজার কর্মচারী ছাঁটাই হতে পারে যা বছরের শুরুতেই জানিয়েছিল মাইক্রোসফট। ওযাশিংটন স্টেটের তথ্য অনুযায়ী খুব সম্প্রতি ৬৮৯ জন কর্মচারীকে ছাঁটাই করেছে সংস্থা। ফ্রেবরুয়ারীতে ছাঁটাই হয়েছে ৬১৭ জন কর্মচারী, একই মাসে আরও ১০৮ জন এবং জানুয়ারীতেই মাইক্রোসফটের পক্ষ থেকে আরও ৮১৭ জনকে ছাঁটাই করা হয়। এই নিয়ে মোট ২১৮৪ জনকে ছাঁটাই করেছে মাইক্রোসফট।সম্প্রতি মাইক্রোসফটের এক কর্মচারীর কথায়, এআই অটোমেশন প্রজেক্ট বনশাইকে বন্ধ করা হয়েছে এবং এর পুরো টিমকে ছুটি দিয়েছে মাইক্রোসফট।।

২৩ এর দিকে যে ১০ হাজার কর্মচারীকে ছাটায়ের করা হবে তা আগেই বছরের শুরুতে জানিয়ে রেখেছিল মাইক্রোসফট।

 

Microsoft has conducted a third round of job cuts that impacted employees in roles related to supply chain