সান ফ্রান্সিসকো: ইউজারদের পাঠানো বার্তা মোছার জন্য দুই দিনের সময়সীমা বেঁধে দিল মেটার মেসেজিং অ্যাপ Whatsapp। delete sent Message নামের নতুন অপশন চালু করার কথা মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
Whatsapp-এর টুইট
💭 Rethinking your message? Now you’ll have a little over 2 days to delete your messages from your chats after you hit send.
— WhatsApp (@WhatsApp) August 8, 2022
টুইটার পোস্টে লেখা হয়েছে, "বন্ধুকে Whatsapp-এ এমন বার্তা দিয়েছেন, যা আপানাকে বেশ ভাবাচ্ছে। নিজেকে সংসোধন করার জন্য এখানে দিন দুয়েক সময় পেয়ে যাবেন। তার মধ্যেই পাঠিয়ে দেওয়া বার্তা আপনাকে মুছে ফেলতে হবে।"
মেসেজ পাঠানোর ২ দিন ১২ ঘণ্টা সময়ের মধ্যে বার্তা মুছে ফেলার অনুমতি ইউজারদের দিচ্ছে Whatsapp। আগে এই সময়সীমা ছিল ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড। Whatsapp-এ খুব শিগগির এই ফিচার আসতে চলেছে। একবার এসে গেলেই ইউজাররা অপ্রয়োজনীয় বার্তা মুছে ফেলার সুযোগ পেয়ে যাবেন।