ChatGPT Craze: চ্য়াট জিপিটি নিয়ে শিখিয়ে তিন মাসে ২৮ লক্ষ টাকা রোজগার

একেই বোঝহয় বলে ঝোপ বুঝে কোপ। ওপেন AI প্ল্য়াটফর্ম চ্যাট জিপিটি নিয়ে গোটা দুনিয়ার আগ্রহ। চ্যাট জিপিটি দিয়ে রচনা থেকে, আবেদনপত্র লেখা। কত কিছুই সম্ভব চ্যাট জিপিটি দিয়ে। কিন্তু চ্যাট জিপিটি কী ভাবে চালাতে হয়, কী ভাবে ভালভাবে কাজে লাগানো যায় তা অনেকেরই অজানা। আসলে কোনও জিনিস যখন নতুন নতুন আসে, সেটা জানা বা হদিশ করা অনেকেরই সম্ভব নয়।

আর এই চ্যাট জিপিটি নিয়ে আগ্রহ, উন্মাদনার মাঝে এই বিষয়ে মানুষকে শিখিয়ে মাত্র তিন মাসে ৩৫ হাজার মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ লক্ষ টাকা রোজগার করে দেখিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। তাঁর নাম ল্যান্স জাঙ্ক। তিনি অনলাইনেই পুরো বিষয়টি পড়ান। চ্যাট জিপিটি ঠিক কতটা কাজের তা ল্যান্স পুরোটা বুঝিয়ে দেন। তাঁর থেকে কোর্স প্যাকেজ কিনলে জানা যাচ্ছে সবটা। আরও পড়ুন-চাহিদায় টান, LG-র মুনাফা কমছে অনেকটা

দেখুন টুইট

চ্যাট জিপিটি কী, কীভাবে কাজ করে, কীভাবে আরও কাজে লাগানো যায় তা নিয়েই বিশেষ কোর্স করান সেই ব্যক্তি। কোর্স ফি থেকেই তাঁর এত রোজগার। চ্য়াট জিপিটি নিয়ে পড়াশোনা করতে এত মানুষ আগ্রহ দেখান যে তিনি রাতারাতি ধনী বনে গেলেন।