Google Maps (Photo Credits: IANS)

সান ফ্রান্সিসকো, ২৪ ফেব্রুয়ারি: গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল টেস্টিং পর্ব। অবশেষে সাফল্য পেল গুগল ম্যাপ (Google Map)। অ্যান্ড্রয়েডে এবার চলে এল এবার ডার্ক মোডে গুগল ম্যাপ। পাশাপাশি অ্যান্ড্রয়েড অটোতেও বেশ কিছু আপডেট এনেছে সংস্থা। কাস্টম ওয়ালপেপারের পাশাপাশি অ্যান্ড্রয়েড অটোতে রয়েছে গেমের অপশনও। আরও পড়ুন: Narendra Modi Stadium: মোতেরা স্টেডিয়ামের নতুন নাম হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম

সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "কিছুদিন ধরেই স্ক্রিন ফ্যাটিগ নজরে আসছিল। অ্যান্ড্রয়েড অ্যাপের ডার্ক থিম সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন খুব শীঘ্রই। এতে আপনার চোখের আরাম তো হবেই। পাশাপাশি আপনার ব্যাটারি লাইফ বাড়বে।"

গুগল ম্যাপ একবার আপডেট করলেই আপনি আপনার স্মার্টফোনে এই নতুন ফিচারটি অ্যাড করতে পারবেন। কীভাবে করবেন এই নতুন ফিচার সংযোজন। সেটি দেখে নিন একনজরে। আপনার স্মার্টফোনের সেটিংসে যান, সেখান থেকে থিম এবং সেখানে অলওয়েজ ইন ডার্ক থিম সিলেক্ট করুন। এর পাশাপাশি আপনার লং ড্রাইভে আপনি এবং গাড়িতে আপনার সঙ্গী হবেন যারা তারা বিনোদনে থাকবেন মজে নিত্যনতুন গেম মারফত। গেমের মধ্যে রয়েছে ট্রিভিয়া এলং জিওপার্ডি। শুধু আপনাকে একবার বলতে হবে,"হে গুগল, প্লে এ গেম"।