SUNDAR PICHAI (Photo Credits: ANI)

কাতার বিশ্বকাপ ফুটবল ফাইনালকে ঘিরে আগ্রহ, উন্মাদনা আগের সব কিছুকে ছাপিয়ে গেল। লিওনেল মেসি বনাম কিলিান এমবাপেদের মধ্য়ে ফাইনালকে নিয়ে গোটা দুনিয়ার আগ্রহে ভেঙে গেল সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগলের ২৫ বছরের রেকর্ড। আলফাবেট ও গুগল-এর সিইও সুন্দর পিচাই জানালেন, " বিশ্বকাপ ফাইনালের জন্য গুগলে গত ২৫ বছরে সবচেয়ে বেশি ট্র্য়াফিক দেখা গেল। যেন দেখে মনে হচ্ছিল, গোটা দুনিয়া শুধু একটা জিনিসই সার্চ করছে।"

ফুটবল দুনিয়ার সবচেয়ে জপ্রিয় খেলা। বিশ্বকাপ ফুটবল দুনিয়ার গ্রেটেস্ট স্পোর্টিং শো। বিশ্বকাপ ফুটবল ফাইনাল সবচেয়ে আগ্রহের ম্য়াচ। তার ওপর তাতে খেলছেন মেসি। আর তাই গুগল ট্র্যাফিক থেকে দুনিয়ার টিভি টিআরপি, ওয়েবসাইট ট্র্য়াফিক সব কিছুকেই টেক্কা দিল। আরও পড়ুন-জাতীয় দলের জার্সি গায়ে আবার দেখা যাবে মেসি ম্যাজিক, এখনই অবসর নয় জানালেন মেসি স্বয়ং

দেখুন সুন্দর পিচাইয়ের টুইট

দুনিয়ার ২০০টি দেশে টিভিতে সম্প্রচারিত হল ফুটবল বিশ্বকাপের ফাইনাল। গুগল সার্চ ইঞ্জিনে গোটা দুনিয়ার মানুষ কাতার বিশ্বকাপের ফাইনাল চলাকালীন খুঁজলেন অনেক কিছু। বেশিরভাগ ইউজারই সার্চ করলেন মেসিকে নিয়ে, আর্জেন্টিনার সম্বন্ধে, এমবাপের বিষয়ে।