নয়াদিল্লি: আবারও কর্মী ছাঁটাই ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon)। কোম্পানির ক্লাউড কম্পিউটিং বিভাগ (Cloud Computing Unit) থেকে বিভিন্ন ডিভিশনে শত শত কর্মচারীকে ছাঁটাই করছে।অ্যামাজন চলতি বছর জানুয়ারি মাসে 'বাই উইথ প্রাইম' ইউনিট থেকে প্রায় ৩০ জন কর্মী ছাঁটাই করেছিল।
আরও পড়ুন: Facebook: ইউজারদের ব্যক্তিগত মেসেজ নেটফ্লিক্সকে ১০০ মিলিয়ন ডলারে বিক্রি করেছে ফেসবুক
অ্যামাজন জানিয়েছে, ইউএস ফ্রেশ স্টোরগুলিতে ‘ক্যাশিয়ারলেস চেকআউট’ সিস্টেমগুলি সরিয়ে দেবে। ‘ওয়াক আউট’ নামক ক্যাশিয়ারলেস প্রযুক্তির তত্ত্বাবধানকারী দলগুলিকে (Amazon Web Services AWS) ইউনিট অন্তর্ভুক্ত করে। এতে স্মার্ট কার্ট এবং অ্যামাজন ওয়ান পাম-ভিত্তিক পেমেন্ট প্রযুক্তিও রয়েছে। স্টোর টেকনোলজি টিমকে আমাজনের রিটেল গ্রুপ থেকে বের করে ২০২২ সালে এর ক্লাউড কম্পিউটিং বিভাগে যুক্ত করা হয়েছিল।