JIOPhone Next-এর পরে এবার ল্যাপটপ আনতে চলেছে জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স। ল্যাপটপের নাম হচ্ছে JioBook, চলতি বছরের গোড়াতেই JioBook ল্যাপটপের খবর নেটমাধ্যমে লিক হয়ে যায়। এখন MySmartPrice-এর রিপোর্ট অনুসারে গিকবেঞ্চে JioBook-কে দেখা গেছে। মানে খুব শিগগির আসতে চলেছে Jio-র এই ল্যাপটপ। এখন সিঙ্গল কোর টেস্টে JioBook-এর পয়েন্ট ১ হাজার ১৭৮। আর মাল্টি কোর টেস্টে পয়েন্ট হল ৪ হাজার ২৪৬। অ্যানড্রয়েড -11 অপারেটিং সিস্টেম থাকছে JioBook-এ। সেইসঙ্গে 2 GB RAM। সংস্থার ইউজার ইন্টারফেস JioOS ব্যবহার করতে পারে বলে খবর। আরও পড়ুন-Inspector Rajeshwari: জলমগ্ন চেন্নাইতে অচেতন ব্যক্তিকে কাঁধে তুলে ছুটেছেন, ইন্সপেক্টর রাজেশ্বরীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
এছাড়াও 1366x768 pixels , Bluetooth, 4G LTE connectivity, dual-band Wi-Fi, HDMI connector_ সবই থাকছে এই JioBook-এ। তবে ল্ঠাপটপ কিনলেই প্রিলোডেড হিসেবে ইউজার পেয়ে যাবেন Jio-র বিভিন্ন Apps, যেমন_JioMeet, JioPages এবং JioStore , তবে JioBook লঞ্চের আগে এই ল্যাপটপ নিয়ে বেশ কয়েকটি টিজার দেখার আশায় রয়েছি।