নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তার (National Security) জন্য হুমকিতে (Threat) পরিণত হচ্ছিল। ছড়াচ্ছিল ভুয়ো তথ্যও (Spreading Misinformation)। এই অভিযোগ প্রমাণিত হওয়ার পরেই ১০৪টি ইউটিউব চ্যানেল (Youtube Channels), ৪৫টি ইউটিউব ভিডিয়ো (Youtube video) ও ৬টি ওয়েবসাইটকে (Website) বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার একথাই জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী (Information and Broadcasting Minister) অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "ভুয়ো (false) ও ভুল তথ্য পরিবেশন করে গুজব ছড়ানোর মাধ্যমে আতঙ্ক তৈরির চেষ্টা ছিল। তাই সরকারের তরফে ১০৪টি ইউটিউব চ্যানেল ব্যান (ban) করার সঙ্গে সঙ্গে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আপলোড করা ভিডিয়ো ব্লক (Blocked) করে দেওয়া হয়েছে। এছাড়াও ব্লক হয়েছে চারটি ফেসবুক অ্যাকাউন্ট (Facebook) ও দুটি পোস্ট (post), তিনটে ইনস্টাগ্রাম ও পাঁচটি টুইটার অ্যাকাউন্ট ও তিনটি পডকাস্ট।" আরও পড়ুন: COVID 19 Alert In Taj Mahal: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, স্পষ্ট নির্দেশ
এগুলি ছাড়াও সরকার দুটি অ্যাপ ও ছটি ওয়েবসাইটের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে বলেও বৃহস্পতিবার জানিয়ে দেন অনুরাগ ঠাকুর। ভারতের নিরাপত্তার জন্য বিপদ হতে পারে এরকম কোনও বিষয়ের সঙ্গেই তাঁর মন্ত্রক সমঝোতা করবেন না বলেই স্পষ্ট করে দেন।
Union minister Anurag Thakur says 104 YouTube channels, 45 videos, four Facebook accounts, three Instagram accounts, five Twitter handles and six websites blocked for spreading misinformation and threatening national security
— Press Trust of India (@PTI_News) December 22, 2022