Microsoft Faces Global Outage: বিশ্বজুড়ে গোলযোগ উইন্ডোজ সহ মাইকক্রোসফটের বিভিন্ন প্রোডাক্টে। আর মাইক্রোসফট নির্ভর দুনিয়া যেন এতে থমকে গিয়েছে। দুনিয়ার বেশ কয়েকটি বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে বিমান চলাচল। অফিসের গুরুত্বপূর্ণ সব কাজ মাঝপথে বন্ধ। ইউরোপ, আমেরিকার ব্যাঙ্কে সাইনবোর্ডে ঝুলিয়ে বলা হয়েছে, পরিষেবা সাময়িক বন্ধ। অনেকেরই কম্পিউটার খুললেই আসছে নীল স্ক্রিন। বিশ্বজুড়েই চলছে এই সমস্যা। অফিসের গুরুত্বপূর্ণ সব কাজ মাঝপথে বন্ধ। ইউরোপ, আমেরিকার ব্যাঙ্কে সাইনবোর্ডে ঝুলিয়ে বলা হয়েছে, পরিষেবা সাময়িক বন্ধ। অনেকেরই কম্পিউটার খুললেই আসছে নীল স্ক্রিন। বিশ্বজুড়েই চলছে এই সমস্যা।

ঠিক কী কারণে এই বিপত্তি তা পরিষ্কার নয়। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, খুব দ্রুত পরিষেবা শুরু হবে।

দেখুন ভিডিয়ো

দেখুন খবরটি

মাইক্রোসফটের পরিষেবা বিপত্তিতে বেশ কিছু টিভি চ্যানেলও অফ এয়ার হয়ে গিয়েছে। আসলে মাইক্রোসফট বিপত্তি মানেই গোটা প্রোগামিংটাই তো ঘেঁটে যাওয়া। স্কাই নিউজ চ্যানেলে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশে ৯১১ পরিষেবা (আপতকালীন ফোন পরিষেবা) বন্ধ করা হয়েছে।