Brain Bennett.(Photo Credits:X)

Brain Bennett: ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য সেঞ্চুরি হাঁকালেন জিম্বাবোয়ের ২১ বছরের তরুণ ওপেনার ব্রায়ান বেনেট (Brain John Bennett)। ২৫ বছর পর জিম্বাবোয়ের কোনও ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন। ইংল্যান্ড প্রথম ইনিংস ৫৬৫ রান করে ডিক্লেয়ার ঘোষণার পর, অসম্ভব চাপের মুখে প্রথম সারির বোলারদের সামনে দাঁড়িয়ে ৯৭ বলে রূপকথার সেঞ্চুরি করলেন বেনেট। ইংল্যান্ডের তারকা পেসার গাস অ্যাটকিনসনের বলে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি হাঁকালেন তাঁর সপ্তম টেস্টে খেলতে নামা বেনেট। টেস্টে জিম্বাবোয়ের দ্রুততম সেঞ্চুরিয়ান হওয়ার নজিরও তিনি গড়লেন।

এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করেছিলেন

এদিন জিম্বাবোয়ের তারকা ওপেনারের ব্যাটিং যারা দেখলেন না, তারা অনেক কিছু মিস করলেন। বেনেটের সেঞ্চুরি দেখে মুগ্ধ ইংল্য়ান্ডের প্রাক্তন ক্রিকেটাররা তাকে বিরল প্রতিভা বলে অ্যাখা দিয়েছেন। গত বছর ডিসেম্বরে বুলাওয়ে টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি স্পিন বল করে পাঁচ উইকেটও নিয়েছিলেন। বাংলাদেশ সফরে একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ছিলেন। কিন্তু ইংল্য়ান্ডে প্রথমবার টেস্ট খেলতে নেমে একেবারে সেঞ্চুরি হাঁকিয়ে বসবেন কে ভেবেছিল। প্রসঙ্গত, ২২ বছর পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে জিম্বাবোয়ে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি হাঁকানো জিম্বাবোয়ের তৃতীয় ব্যাটার হলেন ব্রায়ান বেনেট। এর আগে অ্যান্ডি ফ্লাওয়ার ও মারে গুডউন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করেছিলেন। সেই দুটি টেস্ট সেঞ্চুরিই ছিল জিম্বাবোয়ে ক্রিকেটের স্বর্ণযুগে।

ব্রায়ানের দুরন্ত সেঞ্চুরি

২০০০ সালে ট্রেন্টব্রিজ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিন নম্বরে নেমে ১৪৮ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে জিম্বাবোয়ের প্রথম টেস্টে সেঞ্চুরি করার নজিরটা অ্যান্ডি ফ্লাওয়ারের দখলে। ১৯৯৬ সালে বুলাওয়ে টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ নম্বরে নেমে অ্যান্ডি ফ্লাওয়ার করেছিলেন ১১২ রান।