India beats Bangladesh by 7 Wickets in 1st T20I Match. (Photo Credits: BCCI@X)

Year in Google Search :বছর শেষে ভারতীয়দের 'সার্চ'-এর হিসেব নিয়ে হাজির সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। ১৪৫ কোটির দেশ ভারতের ইন্টারনেট ব্যবহারকারীদের সিংহভাগই গুগল সার্চ ব্যবহার করে থাকেন। আর তাই গুগল সার্চের হিসেব-তথ্য-পরিসংখ্যান নিয়ে দেশের নেটিজেনদের অনেক কিছুই আন্দাজ করা যায়। রাজনীতি, বিনোদন থেকে লাইফস্টাইল, সেলেব, খেলা নিয়ে ভারতের নেটিজেনদের আগ্রহ দেখার মত।

আর ২০২৪ সালে গুগল সার্চের পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে ভারতীয়রা খেলা ঠিক কত ভালবাসেন। কথাটা আরও নিদির্ষ্ট করে বোঝায়, ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনাটা সাফ ধরা পড়ল গুগল সার্চ।

দেখুন সবচেয়ে বেশী সার্চ করা পাঁচটি ম্যাচ

গুগলের দেওয়া হিসেবে ২০২৪ সালে সবচেয়ে বেশী 'গুগল'করা ম্যাচের পাঁচটির মধ্যে পাঁচটিই হল ক্রিকেট। প্যারিস অলিম্পিকের বছরেও গুগলে ভারতীয়দের সিংহভাগ আগ্রহ বাইশ গজের খেলাকে নিয়েই। চলতি বছর ভারতীয়রা সবচেয়ে বেশী গুগল সার্চ করেছেন যে পাঁচটি ম্যাচ নিয়ে তা হল-১) ভারত বনাম ইংল্যান্ড, ২) ভারত বনাম বাংলাদেশ, ৩) ভারত বনাম জিম্বাবোয়ে, ৪) শ্রীলঙ্কা বনাম ভারত ও ৫) ভারত বনাম আফগানিস্তান। এই পাঁচটি ম্যাচের সূচি, লাইভ স্কোরবোর্ড, ম্যাচ রিপোর্ট সহ নানা বিষয় সার্চ করতে গুগলে সবচেয়ে বেশী আগ্রহ দেখা যায় ভারতীয়দের মধ্যে।