ANI

নয়াদিল্লি: বৃহস্পতিবার দুপুরে ভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation of India) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শারন সিং (Former WFI chief Brij Bhushan Sharan Singh)-এর ঘনিষ্ট সঙ্গী সঞ্জয় সিং (Sanjay Singh)। এরপরই সাংবাদিক বৈঠক করে কুস্তি (wrestling) থেকে অবসর (Retirement) নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতের সোনাজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক (Wrestler Sakshi Malik)। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলতে (breaks down) দেখা যায় তাঁকে। পরে কাঁদতে কাঁদতে সাংবাদিক বৈঠক ছেড়েও চলে যেতে দেখা যায় সাক্ষীকে।

অশ্রুভেজা কণ্ঠে ভারতের বিখ্যাত কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, "যদি ব্রিজভূষণ সিং-এর ব্যবসায়িক অংশীদার ও ঘনিষ্ট সঙ্গী ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয় তাহলে আমি কুস্তি থেকে অবসর নিচ্ছি। আমরা একজন মহিলা সভাপতির দাবি জানিয়ে ছিলাম। যদি একজন মহিলা সভাপতি হন তাহলে হেনস্থার ঘটনা ঘটবে না। তারপরও কোনও মহিলাকে সভাপতির দৌড়ে দেখা যায়নি। আর আজকে আপনারা সবাই তো তালিকা দেখে নিয়েছেন। একজন মহিলাকেও কোনও পদে রাখা হয়নি। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করেছিলাম কিন্তু, এই লড়াই আগামীতেও চলবে। কুস্তিগীরদের নতুন প্রজন্মকেই এই লড়াই (fight) চালিয়ে নিয়ে যেতে হবে।"

সাক্ষী মালিকের অবসর গ্রহণের সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করা হলে ব্রিজভূষণ সিং বলেন, "এতে আমার কিছু করার নেই।"