Aman Sehrawat. (Photo Credits:X)

Aman Sehrawat Disqualified: প্যারিসের স্মৃতি ফিরল জাগরেবে। বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ থেকে ওজন বেশি থাকায় বাদ পড়লেন ভারতের তারকা কুস্তিগীর আমন শেহরাওয়াত। তাঁর শরীরের ওজন নির্ধারিত সর্বোচ্চ ওজনের চেয়ে ১ কেজি ৭০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল ও অযোগ্য ঘোষিত হন। শাস্তি হিসাবে আমন চলতি বিশ্ব কুস্তি (2025 World Wrestling Championships)-তে আর অংশ নিতে পারবেন না। গত বছর প্যারিসে হরিয়ানার তারকা এই ফ্রি-স্টাইল কুস্তিগীর কনিষ্ঠতম ভারতীয় হিসাবে পদক জিতে নজির গড়েছিলেন। পাশাপাশি বিরোহারের ২২ বছরের কুস্তিগীর এশিয়ান চ্যাম্পিয়নশিপ, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে আমন। এবার বিশ্ব কুস্তিতে আমন পদক জিতছেনই এমন আশা ছিল। কিন্তু ওজন ম্যানেজমেন্টে ব্যর্থ হয়ে নিজের বাতিল হলেন, পাশাপাশি টুর্নামেন্টের শুরুর দিকে হওয়ায় দলের বাকিদের মনোবলেও ধাক্কা দিলেন।

গত বছর প্যারিস অলিম্পিকের ফাইনালে উঠেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন ভিনেশ ফোগাট

ক্রোয়েশিয়ার জাগরেব পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে অংশ নিতে গিয়েছিলেন আমন। কিন্তু তাঁর ইভেন্ট শুরুর আগে ওজন মাপলে দেখা যায়, আমনের শরীরে ওজন ১.৭ কেজি বেশি। তাই অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারক কুস্তিগীরকে ডিসকোয়ালিফাইড হন এবং কোনো বাউটে অংশ নিতে পারেননি। ভারতের কুস্তি সংস্থার প্রেসিডেন্ট সঞ্জয় সিং জানান, এই ইস্যুতে আমন ও তার ট্রেনারদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। কুস্তিতে দেহের ওজন খুবই গুরত্বপূর্ণ। গত বছর প্য়ারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেও ভিনেশ ফোগাটের ওজন পরিমাপে ১০০ গ্রাম বেশি হওয়ায় বাতিল হন। এর ফলে ভিনেশের নিশ্চিত অলিম্পিক পদক বাতিল হয়, এবং পরে হতাশায় কুস্তি থেকে অবসর ঘোষণা করেন ভিনেশ।

ওজন বেশি হওয়ায় বাদ পড়লেন আমন শেহরাওয়াত

গতকাল, শনিবার থেকে চেক প্রজাতন্ত্রে শুরু হওয়া বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত সোনা জিতেছেন জেসমিন ও মীনাক্ষি।