Durban International Convention Center for World TT Championship Final 2023 (Photo Credit: Twitter)

মুম্বই, ৬ এপ্রিল: চলতি বছরের ২০ থেকে ২৮ মে ডারবানে অনুষ্ঠিত হতে চলা আইটিটিএফ বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনালস ২০২৩ (ITTF World Table Tennis Championships Finals 2023)-এ পুরুষদের সিঙ্গলসে তিনজন এবং মহিলাদের সিঙ্গলসে চারজন ভারতীয় খেলোয়াড় প্রতিনিধিত্ব করবেন। বুধবার মেগা ইভেন্টের জন্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। যে ভারতীয়রা যোগ্যতা অর্জন করেছেন, পুরুষ সিঙ্গলসে তাঁরা হলেন শরৎ কমল অচন্ত, জি সাথিয়ান ও মানুশ শাহ। মহিলাদের সিঙ্গলসে রয়েছেন ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী মনিকা বাত্রা, শ্রীজা আকুলা, সুতীর্থা মুখোপাধ্যায় ও রিথ টেনিসন। পুরুষ ও মহিলা ডাবলসে দু'টি করে এবং মিক্সড ডাবলসে দু'টি করে দল যোগ্যতা অর্জন করেছে। Saina Nehwal: অর্লিন্স মাস্টার্স ব্যাডমিন্টনের মহিলা সিঙ্গলস থেকে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল

শরৎ-সাথিয়ান শীর্ষ ভারতীয় জুটি হেরমিত দেশাই-মানুশ শাহের সঙ্গে পুরুষ ডাবলসে এবং মহিলা ডাবলসে মনিকা বাত্রা-অর্চনা কামথ এবং শ্রীজা আকুলা-দিয়া চিতলের সঙ্গে ম্যাচে নামবেন। যে দুই জুটি মিক্সড ডাবলসে যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা হলেন সাথিয়ান-মনিকা বাত্রা এবং মানব ঠক্কর-অর্চনা কামাথ।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের শেষ আসরে পাঁচটির মধ্যে চারটি শিরোপা জিতেছিল চীন। পুরুষ ডাবলসে একমাত্র ব্যতিক্রম ছিল সুইডিশ জুটি ম্যাটিয়াস ফ্যালক ও ক্রিস্টিয়ান কার্লসন। ডারবান ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে টেবিল টেনিসের এই বিশ্ব ইভেন্ট। পুরুষ ও মহিলা সিঙ্গলসে ১২৮ জন করে খেলোয়াড় অংশ নেবেন। এছাড়া ডাবলস প্রতিযোগিতায় ৬৪ জোড়া করে খেলোয়াড় অংশ নেবেন।