আজ বিহারের রাজগীরে মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ( Women’s Asian Champions Trophy 2024) ফাইনালে চিনের মুখোমুখি হবে ভারত (India Women’s Hockey Team)। টুর্নামেন্টের ইতিহাসে আট বারের মধ্যে এবার নিয়ে ভারতের মেয়েরা মোট ৫ বার ফাইনালে উঠল। তার মধ্য়ে ভারতীয় মহিলা দল এর আগে দু'বার এশিয়ান হকির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছিল। গ্রুপ লিগে সব কটা ম্যাচে জিতে সেমিফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা হকি দল।এবার সেমিফাইনালে জাপানকে দুগোলে হারিয়ে মহিলাদের এশিয়ান হকিতে দাপট বজায় রাখল ভারত।ভারতের দুটি গোলই হয় চতুর্থ কোয়ার্টারে। ম্যাচের ৪৮ মিনিটে প্রথম গোলটি পেনাল্টি কর্নার থেকে করেন নভনীত। এরপর ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি লালরেমসিয়ামি-র। ফাইনালের আগে গোটা টুর্নামেন্টে উঠতে সালিমারা করেন মোট ২৮টি গোল। প্রথম সেমিফাইনালে চিন ৩-১ গোলে হারায় মালয়েশিয়াকে।
চলতি টুর্নামেন্টে লিগের খেলায় চিনকে ৩-০ গোলে হারিয়েছিল ভারত।
#Hockey: India to lock horns with China in the Final of Women’s Asian Champions Trophy at today. #WomensAsianChampionsTrophy | #HockeyIndia | #IndiaKaGame | #BiharWACTRajgir2024 | #HockeyKaParvBiharKaGarv | #Final pic.twitter.com/qR32sl1QND
— All India Radio News (@airnewsalerts) November 20, 2024
গতবার রাঁচিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানকে হারিয়ে খেতাব জিতেছিল ভারতীয় মহিলা হকি দল।এবার ফাইনালে শেষ হাসি কে হাসবে সেটাই দেখার।