লন্ডন, ২ জুলাই: উইম্বলডনে (Wimbledon 2024) মহিলাদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন মার্কেতা ভন্দ্রোসোভা (Marketa Vondrousova) প্রথম রাউন্ডেই বিদায় নিলেন। উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে এমন ঘটনা ৩০ বছর পর হল। ১৯৯৪ উইম্বলডনের প্রথম রাউন্ডেই হেরে বিদায় নিয়েছিলেন স্টেফি গ্রাফ (Steffi Graf)। অথচ তার আগের বছরেই চ্যাম্পিয়ন হয়েছিলেন গ্রাফ। গ্রাফের পর ৩০ বছর পর এবার অঘটনের শিকার ভন্দ্রোসোভা। গতবারের চ্যাম্পিয়নকে প্রথম রাউন্ডে ছিটকে দিয়ে ইতিহাস গড়লেন ২১ বছরের ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে মূলপর্বে খেলার সুযোগ পাওয়া জেসিকা বৌজাস মানিরো (Jessica Bouzas Maneiro)।
এদিন মাত্র ৬৬ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-২ গতবারের চ্যাম্পিয়ন ভন্দ্রোসোভা হারালেন স্পেনের মানিরো। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনেও প্রথম রাউন্ডে হেরে ছিলেন ভন্দ্রোসোভা। অথচ গত বছর উইলম্বলডনে তাঁকে অপ্রতিরোধ্য দেখিয়েছিল। একের পর এক তারকাকে উড়িয়ে দিয়ে উইম্বলডনের ট্রফি হাতে তুলেছিলেন ভন্দ্রোসোভা।
দেখুন ভিডিয়ো
The win of her life ✨
21-year-old Jessica Bouzas Maneiro beats defending champion Marketa Vondrousova 6-4, 6-2 on Centre Court#Wimbledon pic.twitter.com/16PSpOvi0I
— Wimbledon (@Wimbledon) July 2, 2024
এদনি, ভন্দ্রোসোভাকে কোর্টে দাঁড়ানোর সুযোগই দেননি মানিরো। প্রথম সেট ৬-৪ জেতার পর মনে হচ্ছিল অঘটন ঘটলেও ঘটতে পারে। কিন্তু পেশাদার টেনিসে, বিশেষ করে গ্র্যান্ডস্লামের মত মঞ্চে বড় খেলোয়াড়রা প্রথম সেটে হারলেও পরে কামব্যাক করে জিতে যান। কিন্তু সেই সুযোগটা গতবারের চ্যাম্পিয়ন-কে না দিয়ে ৬-২ দ্বিতীয় সেট জিতে নিয়ে, উইম্বলডনের ইতিহাসে অন্যতম বড় অঘটনের নায়িকা হয়ে থাকলেন স্পেনের ২১ বছরের প্রতিশ্রুতিমান খেলোয়াড়।