দিল্লি, ১ অক্টোবর: এশিয়া কাপের (Asia Cup 2025) ট্রফি নিয়ে শুরু হয়েছে জোরদার বিতর্ক। পাকিস্তানি মন্ত্রী তথা পিসিবি চেয়ারম্যান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নকভি (Mohsin Naqvi) যা করছেন বা বলছেন, তা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়েছে।
গত রবিবার এশিয়া কাপ (Asia Cup Trophy Controversy) জয়ের পর মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। তারপরই এশিয়া কাপের ট্রফি নিয়ে দুবাইয়ের মাঠ থেকে কার্যত পালাতে দেখা যায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী তথা পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে। নিজের হোটেলের ঘরেও ট্রফি নিয়ে বসে থাকেন মহসিন নকভি। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়।
এরপর মহসিন নকভি বলেন, তিনি ট্রফি ভারতের হাতে তুলে দিতে পারেন তবে সূর্য কুমারদের তাঁর হাত থেকে ট্রফি নিতে হবে। শুধু তাই নয়, ভারতীয় দলকে তাঁর সঙ্গে যেমন হাত মেলাতে হবে তেমনি সেই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারও করতে হবে বলে দাবি করেন মহসিন নকভি। যা শুনে ততক্ষণাৎ নস্যাৎ করে দেওয়া হয় বিসিসিআইয়ের তরফে।
রাজীব শুক্ল জানান, এশিয়া কাপ জিতেছে ভারত। ফলে এই ট্রফিতে ভারতের অধিকার রয়েছে সম্পূর্ণভাবে। তবে এমন কারও হাত থেকে ভারত ট্রফি নেবে না, যাঁরা এই দেশের বিরুদ্ধে সব সময় যুদ্ধের মনোভাব নিয়ে থাকে এবং যুদ্ধ করে। এমন মন্তব্য করেন রাজীব শুক্ল।
কে এই মহসিন নকভি?
মহসিন নকভির জন্ম পাকিস্তানের লাহোরে। ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে পাক পাঞ্জাব প্রদেশের কেয়ারটেকার হিসেবে নিযুক্ত ছিলেন মহসিন নকভি। এরপর ২০২৪ সালে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন মহসিন নকভি।
পাকিস্তান পিপলস পার্টির আসিফ আলি জ়ারদারির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহসিন নকভি। পাকিস্তান মুসিলম লিগের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত এই মহসিন নকভি।
ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে মহসিন নকভির প্রভাব
২০২৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন মহসিন নকভি। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন তিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর মহসিন নকভির সঙ্গে বিসিসিআইয়ের ক্রমাগত দ্বন্দ্ব শুরু হয়। যা এখনও অব্যাহত।