Shakib Al Hasan (Photo Credits: Getty Images)

গ্রস আইসলেট, ২৮ জুন: ইনিংস হার এড়ালেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে পরাস্ত হল বাংলাদেশ। সোমবার গভীর রাতে গ্রস আইসলেট টেস্টে হেরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হোয়াইটওয়াশ হলেন সাকিব আল হাসান-রা। দেশের টেস্ট দলের নেতৃত্বে ফিরে সাকিব সিরিজে হারলেন ০-২-এ। এবার ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।

গ্রস আইসলেট টেস্টে ইনিংস হার এড়াতে হলে বাংলাদেশকে করতে হত ১৭৩ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের স্কোর ছিল ৬ উইকেটে ১৩২ রান। ইনিংস হার এড়ানো কঠিন ছিল সাকিবদের। তবে চতুর্থ দিন বৃষ্টিতে বিঘ্ন হওয়ার পর উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে দলের ইনিংস হারের লজ্জা বাঁচান। বাংলাদেশের শেষ তিনজন ব্যাটার-এবাদত, শরিফুল, খালিদ শূন্যরানে আউট হন। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে যায় ১৮৬ রানে। কেমার রোচ, আলজারি জোসেফ ও জাইডেন সিলেস তিনটি করে উইকেট। আরও পড়ুন: অবসর নিচ্ছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান, সীমিত ওভারের নেতৃত্বে হয়তো বাটলার 

জিততে হলে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ১৩ রান। দুই ক্যারিবিয়ান ওপেনার ক্রেগ ব্রেথওয়েট (৪) ও জন ক্যাম্পবেল (৯) ১৭ বলের মধ্যে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৩৪ রান করেছিল, জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ৪০৮ রান। ১৪৬ রানের দুরন্ত সেঞ্চুরি ও প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পান ক্যারিবিয়ান অলরাউন্ড কেইল মেয়ার্স। সিরিজ সেরারও পুরস্কার তিনিই পেয়েছেন।