লন্ডন, ২৭ জুন: একেবারে ফর্ম হারিয়ে শোচনীয় অবস্থা ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে পরপর দুটো ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন মর্গ্যান। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি তিনি। দীর্ঘদিন ধরেই ফর্মে নেই ইংল্যান্ডের সাদা বল ক্রিকেটের অধিনায়ক মর্গ্যান। ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশ, আন্তর্জাতিক ক্রিকেটে আর কামব্যাক করবেন না ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান। এবার তিনি অবসর ঘোষণা করবেন। ২০১৯ বিশ্বকাপ জয়ের পর থেকেই ফর্ম হারিয়েছেন মর্গ্যান। ২০২০ সালের অগাস্টের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ২৬টি ইনিংস খেলে মাত্র ১টা হাফ সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের বর্তমান সাদা বলের অধিনায়ক।
২০১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যানের পরিবর্তে ইংল্যান্ডকে সীমিত ওভারের ক্রিকেটে নেতৃত্ব দিতে দেখা যাবে দলের তারকা উইকেটকিপার-ব্যাটার জোস বাটলারকে। ২০১৫ থেকে মর্গ্যানের ডেপুটি হিসেবে কাজ করছেন বাটলার। তাঁর অনুপস্থিতি ১৩টি ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্বও দিয়েছেন বাটলার। সাদা বলের ক্রিকেটে এখন অবিশ্বাস্য ফর্মে আছেন বাটলার। চলতি বছর আইপিএলে তিনটি সেঞ্চুরি সহ সবচেয়ে বেশি রান করার পর ডাচদের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংস খেলেন তিনি। সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে মর্গ্যানের উত্তরসূরি হিসেবে বাটলার সঙ্গে উঠছে মইন আলির নামও। তবে বাটলারই দৌড়ে এগিয়ে। আরও পড়ুন: আয়ারল্যান্ডকে হারালেন হার্দিকরা
ডাচদের বিরুদ্ধে শেষ ওয়ানডে-তে মর্গ্যানের পরিবর্তে বাটলার ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছিলেন। মনে করা হচ্ছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে বাটলারের নেতৃত্বেই খেলবে রানীর দেশ। যদিও টেস্টে দারুণ অধিনায়কত্ব করছেন রুটের পরিবর্তে আসা বেন স্টোকস। স্টোকস সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের বড় ম্যাচ উইনার। কিন্তু ইসিবি চাইছে, টেস্ট ও সীমিত ওভারের দুটো ফর্ম্যাটের জন্য আলাদা দুই অধিনায়ক।