মুম্বই, ৮ মে: রবিবার ওয়াংখেড়েতে দারুণ জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-র। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৭ রানে জয় তুলে নিয়ে প্লে অফের পথে অনেকটা দূর এগিয়ে গেল আরসিবি। বেঙ্গালুরুর অনবদ্য জয়ে নায়ক ফাফ দুপ্লেসি, দীনেশ কার্তিক ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট সংগ্রহ করে বেঙ্গালুরু ধরে ফেলল লিগে পয়েন্ট তালিকায় তিনে থাকা রাজস্থাকে (১১ ম্যাচে ১৪ পয়েন্ট)। আর দুটি খেলা বাকি থাকল বেঙ্গালুরুর। অন্যদিকে, শুরুটা ভাল করেও শেষ টানা চারটে ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় তালিকায় তলিয়ে গেল হায়দরাবাদ (১১ ম্যাচে ১০)।
আরসিবি-র হয়ে বিরাট কোহলি এদিন ওপেন করতে নেমে ম্যাচের প্রথম বলেই আউট হন সানরাইজার্স স্পিনার সুচিতের বলে। চলতি আইপিএলে তিনবার গোল্ডেন ডাক করলেন বিরাট। তবে বিরাট ফ্লপ হলেও তাঁর দলের বাকি ব্যাটাররা অসাধারণ ব্যাটিং করেন। অধিনায়ক ফাফ দুপ্লেসি ৫০ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলেন। তিনে রজত পাতিদার (৪৮)ও ভাল খেলেন। গ্লেন ম্যাক্সওয়েলও (২৪ বলে ৩৩) ঝড় তোলার চেষ্টা করেন। তবে বেঙ্গালুরুর ইনিংসে আবার একটা অবিশ্বাস্য ইনিংস খেলে চমকে দিলেন দীনেশ কার্তিক। মাত্র ৮টা বল খেলে ৩টে ওভার বাউন্ডারি, একটা বাউন্ডারি হাঁকিয়ে কার্তিক ৩০ রানে অপরাজিত থেকে দলের রানটা অনেকটা ভাল জায়গায় নিয়ে যান। আরও পড়ুন:
জঘন্য হার রোনাল্ডোদের, আগামী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে নেই ম্যানচেস্টার ইউনাউইটেড
জিততে হলে ১৯২ রান করতে হবে এই শর্তে খেলতে নেমে সানরাইজার্সের দুই ওপেনার কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা শূন্য রানে আউট হন। ম্যাক্সওয়েলের করা ইনিংসের প্রথম ওভারের প্রথম বলে রান আউট হন কেন উইলিয়ামসন, তারপর পঞ্চম বলে বোল্ড হয়ে যান অভিষেক। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি সানরাইজার্স। রাহুল ত্রিপাঠি (৩৭ বলে ৫৯) ছাড়া সানরাইজার্সের আর কেউ বলার মত রান করেনি। ৪ ওভারে ১৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা দি সিলভা চমকে দেন।