
Virat Kohli Retires from Test cricket: টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিজেই জানিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সচিন তেন্ডুলকর পরবর্তী যুগে ভারতীয় ক্রিকেটের সফলতম ক্রিকেটার কোহলির টেস্ট অবসর নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। ৩৬ বছরের ১২৩টি টেস্টে ৯ হাজার ২৩০ রানের মালিক কোহলি-র অবসর নিয়ে আবেগ ঝড়ে পড়ল ক্রিকেটমহল।
যুবরাজ সিং থেকে এবি ডেভিলিয়ার্স-এর মত প্রাক্তন ক্রিকেটাররা বিরাটের অবসর নিয়ে আবেগী কথা বললেন। তাঁকে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে সম্মান জানালেন আজিঙ্কা রাহানে থেকে চেতেশ্বর পূজারা-রা। আবার যশস্বী জয়সওয়াল, নীতীশ রেড্ডি থেকে রিঙ্কু সিংয়ের মত তরুণ ক্রিকেটাররাও অবসরের খবরে বিরাট বার্তা লিখলেন।
দেখুন কী লিখলেন যুবরাজ সিং
Test cricket brought out the fighter in you and you gave it everything! You played the way greats do, with hunger in your heart, fire in your belly and pride in every stride. Proud of what you've done in whites. Go well King Kohli! @imVkohli pic.twitter.com/ydJBA9W1I8
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 12, 2025
দেখুন কী লিখলেন এবি ডেভিলিয়ার্স
Congrats to my biscotti @imVkohli on an epic Test career! Your determination & skill have always inspired me. True legend! ❤️🙌🏻 #ViratKohli𓃵 pic.twitter.com/2DnNLRzSrI
— AB de Villiers (@ABdeVilliers17) May 12, 2025
দেখুন কী লিখলেন রিঙ্কু সিং
Instagram story of Rinku Singh for Virat Kohli 👑 pic.twitter.com/ICct7qwlyC
— Johns. (@CricCrazyJohns) May 12, 2025
দেখুন কী লিখলেন যশস্বী জয়সওয়াল
Emotional Instagram post of Yashasvi Jaiswal for Virat Kohli 🥺 pic.twitter.com/66AVg1OaWK
— Johns. (@CricCrazyJohns) May 12, 2025
সোশ্যাল মিডিয়া পোস্টে বিরাট কোহলিকে উদ্দেশ্য করে যুবরাজ সিং লিখলেন, "টেস্ট ক্রিকেট তোমার থেকে যোদ্ধার স্বত্ত্বাটা বের করেছে এনেছে এবং তুমি সব কিছু দিয়ে লড়েছিলে। তুমি মহানদের মত খেলেছিলে, যেখানে তোমার হৃদয়ে ছিল খিদে, পেটে ছিল আগুন আর প্রতিটি পদক্ষেপে ছিল সম্মান। সাদা জামায় তুমি যা করে দেখিয়েছো তার জন্য গর্বিত। ভাল থেকো কিং কোহলি।"ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ তাঁর সতীর্থ কোহলিকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখলেন, তীব্রতা, প্যাশান, লড়াই-তুমি সব সময় তোমার সেরাটা দিয়েছো। অল দ্য বেস্ট..."