Thomas Cup 2022: শ্রীকান্ত-লক্ষ্যদের থমাস কাপ জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ, এক কোটি নগদ পুরস্কার ঘোষণা কেন্দ্রের, শুভেচ্ছাবার্তা মোদীর
India Win First-Ever Thomas Cup Title. (Photo Credits: Twitter)

ব্যাঙ্কক, ১৫ মে: থমাস কাপে ভারতীয় পুরুষ দলের ঐতিহাসিক সোনা জয়কে নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। রবিবার দুপুরে ব্যাঙ্ককে ইন্দোনেশিয়াকে ফাইনালে ধরাশায়ী করে খেতাব জেতেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন-রা। কোনও অলিম্পিক পদক না জেতা সদস্য ছাড়াই ভারতীয় পুরুষ দল যেভাবে সুপার পাওয়ার দেশদের হারিয়ে সোনা জিতল তার সঙ্গে ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার তুলনা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলের এই ঐতিহাসিক সাফল্যকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আরও পড়ুন: কীভাবে চ্যাম্পিয়ন হল ভারত

প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তা

অন্যদিকে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর থমাস কাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন দলকে এক কোটি টাকা নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। থমাস কাপ জয়ী ভারতীয় পুরুষ দলের সদস্যরা হলেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেন, এইচএস প্রণয়, চিরাগ শেঠি, সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি।

ভারতীয় খেলাধুলোর ইতিহাসে স্মরণীয় দিন হয়ে থাকল ১৫ মে, ২০২২ তারিখটা। এই প্রথম ব্যাডমিন্টনের কুলীন দেশভিত্তিক টুর্নামেন্ট থমাস কাপে সোনা জিতল ভারতীয় পুরুষ দল। রবিবার ফাইনালে ইন্দোনেশিয়াকে উড়িয়ে থমাস কাপের খেতাব ঘরে তুললেন কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনরা। ফাইনালে ফেভারিট হিসেবেই নেমেছিল থমাস কাপে ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া। ফাইনালে প্রথম ম্যাচে লক্ষ্য সেন ৮-২১ এ প্রথম গেম হারের পর দারুণভাবে ফিরে এসে ২১-১৫, ২১-১৬ হারান ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা-কে। এরপর ডবলসে সাত্যকিসাইরাজ রেড্ডি-চিরাগ শেঠি ১৮-২১ প্রথম গেম হারের পর, দারুণ কামব্যাক করে ২৩-২১,২১-১৬ হারান মহম্মদ আহশান-সুকামুলিজো জুটিকে।

২-০ এগিয়ে এগিয়ে গিয়ে ভারত ঐতিহাসিক সোনা জয়ের দোরগড়ায় দাঁড়িয়ে ছিল। পাঁচ ম্যাচের টাইয়ের তৃতীয় খেলায় কিদাম্বি শ্রীকান্ত নামেন জনাথন ক্রিস্টির বিরুদ্ধে। শ্রীকান্ত ২১-১৫, ২৩-২১ জিতে থমাস কাপ ভারতে নিয়ে আসেন। ভারত ফাইনালে ৩-০ হারায় টুর্নামেন্টের ইতিহাস সফলতম দেশ ইন্দোনেশিয়াকে